অভিনয় ছেড়ে একী পেশা বেছে নিলেন নুসরত? দেখুন ভিডিও

অভিনয় ছেড়ে এবার মোমবাতি বানাতে শুরু করেছেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী নুসরত জাহান! নিজের পছন্দের সুগন্ধযুক্ত মোমবাতি বানাচ্ছেন তিনি। কী অবাক হচ্ছেন তো? ভাবছেন অভিনয় ছেড়ে তিনি এমন কাজ করতে গেলেন কেন? আসুন তাহলে সম্পূর্ণ বিষয়টি খোলসা করেই জানা যাক।

হয়তো অনেকেই জানেন বাড়িতে সুন্দর একটি আবহ তৈরি করার জন্য সুগন্ধযুক্ত মোমবাতি জ্বালাতে পছন্দ করেন। সেরকমটাই হয়েছে অভিনেত্রীর ক্ষেত্রেও। তিনিও তার ঘরে সুগন্ধযুক্ত মোমবাতি জ্বালাতে পছন্দ করেন। সাধারণত সেগুলো তিনি কিনে আনেন দোকান থেকেই। তবে এবার সেই দোকানে গিয়েই নিজের পছন্দমতো মোমবাতি বানাতে শুরু করেছেন তিনি।

সেই ভিডিও ভাগ করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যেখানে দেখা যাচ্ছে সমস্ত সরঞ্জাম সামনে নিয়ে বসেছেন নুসরত। এরপর সেখানে যিনি শিল্পী রয়েছেন তিনি তাকে বলে বলে দিচ্ছেন এবং তিনি তার কথা অনুসরণ করে একের পর এক ধাপ সম্পন্ন করছেন।

সবশেষে মোমবাতি বানাতে পেরে রীতিমতো উচ্ছ্বসিত হয়ে পড়েন অভিনেত্রী। ভিডিওটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘নিজের হাতে আমি কমলালেবু এবং দারচিনির মোমবাতি বানাতে চেষ্টা করলাম। বলতেই হবে আমি এটি ভীষণই উপভোগ করেছি।’ সত্যিই তাই বানানোর সময় তার চোখেমুখে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতোন।

উল্লেখযোগ্য, সব সময় নতুন কিছু শেখার ইচ্ছে দেখা যায় এই অভিনেত্রীর মধ্যে। সেই ইচ্ছের তাগিদেই তিনি পৌঁছেছিলেন মোমবাতির দোকানে। এই ভিডিও পোস্ট করার পর তাকে প্রশংসায় ভরিয়ে তুলেছেন এটি নেটিজেনরা। প্রত্যেকের মতে তিনি ভীষণই সাধারণভাবে থাকতে পছন্দ করেন।