২ মাস নো চিন্তা! এই প্রকল্পে ১০ হাজার টাকা দেবে রাজ্য সরকার

সাধারণ মানুষের সুবিধার্থে মাঝেমধ্যেই নানান প্রকল্প নিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেরকমই তারা একটি নতুন প্রকল্প এনেছে মানুষের সুবিধার্থে। এই প্রকল্পের নাম হলো ‘সমুদ্রসাথী প্রকল্প।’

যেখানে রাজ্যের মৎস্যজীবীদের ভালো অংকের একটি টাকা দেওয়া হবে। চলতি বছরের এপ্রিল মাস থেকে এই প্রকল্প শুরু হয়েছে। যার আওতায় মে ও জুন এই দুই মাস পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা এবং দক্ষিণ ২৪ পরগণা জেলার মৎস্যজীবীরা টাকা পাবেন।

এবার হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে সারা বছরের মধ্যে কেন শুধু দুই মাসে টাকা দেওয়া হবে? তবে এর পেছনেও কারণ রয়েছে। যেহেতু মে ও জুন মাসে আবহাওয়া ভালো থাকে না, তাই মৎস্যজীবীরা সমুদ্র মাছ ধরতে যেতে পারেন না। তাই তাদের আর্থিক দিক দিয়ে যাতে অসুবিধা না হয় সেই কারণে এই টাকা প্রদান করছে সরকার।

এই প্রকল্পের আওতায় সরকারের তরফ থেকে ৫,০০০ টাকা সহায়তা প্রদান করা হবে অর্থাৎ তারা বছরে ১০,০০০ টাকা পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের জন্য ২০০ কোটি টাকা বাজেট নির্ধারিত করেছেন। অন্যদিকে বাজেট পেশ করার সময় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সমুদ্রসাথী প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে বলেও জানিয়েছেন।

কী কী মনে রাখতে হবে?

আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক ও পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।

আবেদনকারীকে অবশ্য‌ই পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা ও দক্ষিণ ২৪ পরগণা এই তিন জেলার মৎস্যজীবী এবং স্থায়ী বাসিন্দা হতে হবে।

আবেদনকারীর ন্যুনতম বয়স ২১ বছর হতে হবে।

প্রয়োজনীয় নথি

অনলাইন থেকে আবেদনপত্র ডাউনলোড করে সেটি ভরতে হবে। এর সাথে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ও মৎস্যজীবীদের রেজিস্ট্রেশন কার্ড বা মৎস্যজীবী হিসেবে পরিচয়পত্র লাগবে।