শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে নিয়ে বিশেষ কিছু শোনা যায় না। তিনি কখনোই তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি৷ এছাড়া তাকে কখনও কোনো সঙ্গীনির সঙ্গেও দেখা যায়নি। তবে সম্প্রতি শোনা যাচ্ছে আরিয়ানের নতুন সম্পর্কের কথা।
জানা যাচ্ছে, তিনি নাকি ব্রাজিলের অভিনেত্রী লারিসা বনেসির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। যদিও আরিয়ান কখনও এই বিষয় নিয়ে মুখ খোলেননি। তবে সোশ্যাল হ্যান্ডেলে দেখা গিয়েছে তিনি ইনস্টাগ্রামে লারিসা ও তার মা রেনাটাকে ফলো করেন। অপরদিকে লারিসা আরিয়ান সহ শাহরুখ, সুহানা, গৌরী সকলকে ফলো করেন৷
তবে সম্পর্ক নিয়ে কেউই মুখ খোলেননি৷ সম্প্রতি শাহরুখ পুত্র আরিয়ান ও লারিসাকে দেখা গেলো একই পার্টিতে। রবিবার মুম্বাইয়ের এক পার্টিতে উপস্থিত ছিলেন তারা। নেট দুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, আরিয়ান একা সেই পার্টিতে প্রবেশ করছেন।
কিছুক্ষণ পর লারিসাকেও ওই পার্টিতে প্রবেশ করতে দেখা যায়। এদিন আরিয়ানের পরনে ছিল কার্গো প্যান্ট, কালো টি-শার্ট ও নীল ডেনিম জ্যাকেট। অপরদিকে লারিসাকে দেখা যায় শর্টসের উপর কালো ক্রপ টপ। সঙ্গে আরিয়ানের মতন একটি ডেনিম জ্যাকেট পরে রয়েছেন তিনি। গতবছর থেকে আরিয়ান ও লারিসার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায়।