বছরের শেষে কেমন থাকবে আবহাওয়া? নতুন বছরে হিমেল পরশ বঙ্গ জুড়ে, কী বলছে হাওয়া অফিস

পৌষে গোটা বঙ্গে যেখানে জাঁকিয়ে শীত পড়ে সেখানে চলতি বছরে দক্ষিণবঙ্গে শীতের দেখা প্রায় নেই বললেই চলে। বেলা যত বাড়তে থাকে ততই যেনো অস্বস্তি ঘিরে ধরে। চলতি বছরের বড়দিনের সময় তাপমাত্রা ছিল যথেষ্ট উর্ধ্বমুখী। বছর শেষের তাপমাত্রা কেমন থাকবে তা জানালো হাওয়া অফিস। পূর্বাভাস মতন, মঙ্গলবার থেকে ২ থেকে ৩ ডিগ্রি করে পারদ পতন হতে পারে।

রাজ্য জুড়ে প্রবেশ করতে পারে উত্তুরে হাওয়া। ২০২৪-কে বিদায় জানিয়ে নতুন বছরের শুরু হতে পারে হিমেল পরশ দিয়ে। তবে কয়েকদিন কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, পয়লা জানুয়ারি থেকে ৪ঠা জানুয়ারি পর্যন্ত উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় তৈরি হতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা। পয়লা ও ৬ই জানুয়ারি নতুন করে বঙ্গে প্রবেশ করবে পশ্চিমী ঝঞ্ঝা।

পূর্ব বাংলাদেশ ও আশেপাশের এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। রাজস্থানেও একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। এর ফলে আগামী তিন দিনে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানা গিয়েছে। তবে পরপর পশ্চিমী ঝঞ্ঝা যা বঙ্গে উত্তুরে হাওয়া প্রবেশ করার ক্ষেত্রে বাধার সৃষ্টি করতে পারে। আর এই কারণে জানুয়ারির প্রথম সপ্তাহে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা বেশ কম বলে মনে করছেন আবহাওয়াবিদেরা।

আগামী ৪৮ ঘন্টা উত্তরবঙ্গে কুয়াশার দাপট থাকবে। এরফলে দৃশ্যমানতা কিছুটা কমতে পারে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গে সোম ও মঙ্গলবার কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে কুয়াশার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে আগামী তিন দিনে কমতে পারে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস।

error: Content is protected !!