Robotic Bronchoscopy: এবার ‘রোবোটিক ব্রঙ্কোস্কোপি’তে নিরাময় হবে ফুসফুসের ক্যান্সার! এর আগে মূলত শ্বাসনালী থেকে টিউমার বার করার জন্য অস্ত্রোপচার করতে হতো। যার ফলে তুমুল যন্ত্রনার শিকার হতেন রোগী। তবে বর্তমানে সেই চিকিৎসা পদ্ধতি অনেকটাই সহজ হয়ে গিয়েছে।
প্রাণঘাতী অবস্থায় পৌঁছানোর আগেই ফুসফুসের ক্যান্সার কোশ চিহ্নিত করবে এই রোবোটিক প্রযুক্তি। এমনকি তারা ক্যান্সার নির্মূল করতেও সক্ষম হবে। গবেষকরা এমনটাই দাবী করেছেন। কী এই রোবোটিক ব্রঙ্কোস্কোপি? এটি মূলত এমন একটি পদ্ধতি যেখানে একটি সরু ধাতব নল ঢুকিয়ে দেওয়া হয় শ্বাস নেওয়ার পথে।
এরপর চিকিৎসকেরা স্বরনালী, গলা এবং শ্বাসনালীর পরীক্ষা করেন। শ্বাসনালীতে যদি কোনো সংক্রমণ হয় তাহলে এই পদ্ধতিতে চিকিৎসা করেন চিকিৎসকেরা। এছাড়া বায়োপসির জন্য কোশ ও মিউকাসের নমুনা সংগ্রহ করা হয় এই পদ্ধতিতে। একইসাথে বুকের এক্স রে, সিটি স্ক্যান, আলট্রাসাউন্ড ও এমআরআই’এর মতো পদ্ধতির প্রয়োগ করা হয়।
এক কথায় বলতে গেলে কোন জায়গায় সমস্যা রয়েছে সে জায়গা চিহ্নিত করতে এই পদ্ধতি প্রয়োগ করা হয় এবং সেখান থেকে ক্যান্সারের ঝুঁকি রয়েছে কিনা সেই বিষয়টিও জানা যায়। সব থেকে ভালো ব্যাপার হলো এই পদ্ধতিতে অস্ত্রোপচার করলে কাঁটাছেড়ার প্রয়োজন পড়ে না।
রোবটের হাত এবং ছোট ক্যামেরা ঢুকিয়ে দেওয়া হয় কয়েকটি ছিদ্র করে। আর এই রোবট তার হাত ৩৬০ ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে। ফলে চিকিৎসা অনেক সহজ হয়ে যায়। শরীরের অন্য কোনো অংশের ক্ষতি না করে শুধুমাত্র আক্রান্ত স্থানে অস্ত্রোপচার র করা হয়। ফলস্বরূপ যন্ত্রণা ভোগ না করেই সুস্থ শরীর লাভ করেন রোগী।