বৃষ্টিতে ভিজেগেছে ফোন! এবার কী করবেন? জানুন

The phone is wet in the rain! What to do now? get to know

বর্ষাকালে বিভিন্ন কারণে অনেক সময় ভিজে বাড়িতে ফিরতে হয়। আর তখন কাছে যদি আপনার মোবাইল ফোনটি থাকে সেটিও জলে ভিজে যায়। অনেক সময় দেখা যায় জলে ভেজার কারণে মোবাইল ফোনটি নষ্ট হয়ে গিয়েছে। তবে এমন কিছু বিষয় রয়েছে যেগুলি মেনে চললে আপনার ফোনটি ঠিকঠাক থাকবে।

কী কী করবেন না

১. অনেকেই রয়েছেন ফোন ভিজে গেলে সেটি হেয়ার ড্রায়ার দিয়ে শুকানোর চেষ্টা করেন। তবে এতে কিন্তু ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে। এছাড়া জল আরো ভেতরে ঢুকে যেতে পারে।

২. ভেজা ফোনটিকে অন করতে চার্জে বসালে ইলেকট্রিক শক খেতে পারেন। তাই কখনোই ভেজা ফোনের সাথে চার্জার বা হেডফোন সংযোগ করবেন না।

৩.যদি আপনি মনে করেন সম্পূর্ণ জল বেরিয়ে গেছে তাহলে ফোনটিকে নাড়াচাড়া করবেন না।

৪. ফোন ভিজে গেলে কখনোই রোদে দেওয়া উচিত নয়। এতে জল শুকিয়ে গেলেও ব্যাটারি খারাপ হয়ে যেতে পারে।

৫. অনেকেই ফোন ভিজে গেলে চালের ড্রামের মধ্যে রেখে দেন। এতে চালের ধুলোবালি ফোনে ঢুকে যাওয়া সম্ভাবনা থাকে।

কী কী করবেন

১. ফোন যদি ভিজে যায় তাহলে প্রথমে ফোনের কিছু পার্টস যেমন ব্যাটারি, সিম, মেমোরি কার্ড এগুলোকে খুলে শুকিয়ে নিন।

২. ফোনটিকে সুইচ অফ করে রেখে দেবেন সারারাত। এতে শুকোনোর জন্য ভালো সময় পাবে।

৩. ফোন যখনই ভিজে যাবে তখন কোনো শুকনো কাপড় বা তোয়ালে দিয়ে ভালো করে মুড়ে ছায়াযুক্ত জায়গায় রাখবেন।