শোভন এবং সোহিনীর বিয়ের পর প্রকাশ্যে এলো গায়ে হলুদ রীতি, রইলো আদেখা ছবি

kmc 20240722 170040 gYvzRDZw3u

বিয়ের ৬ দিন পর প্রকাশ্যে এলো শোভন এবং সোহিনীর গায়ে হলুদের ছবি। যা দেখে এটাই স্পষ্ট হয়েছে বাঙালীর এই বিয়ের রীতি ভরপুর উপভোগ করেছেন এই জুটি। গত ১৫ই জুলাই একান্তে বিয়ের সেরেছেন শোভন-সোহিনী। শহর থেকে দূরে গিয়ে একটি ফার্ম হাউসে গাঁটছড়া বেঁধেছেন তারা।

Snapinsta.app 452337744 1422005008514310 3003100194906260075 n 1080 ot6rpppP2f

আসলে আম্বানিদের বিয়ে নিয়ে যখন সকলে ব্যস্ত ছিলেন সেই ফাঁকে নিজেরাও বিয়ের পিঁড়িতে বসেছেন। তারা চেয়েছিলেন বিয়ের আগে যেন তাদের বিয়ের সংক্রান্ত কোনো খবরই প্রকাশ্যে না আসে। তাইতো অন্যান্য তারকাদের মতোন বিয়ের আগে কোনো ছবি পোস্ট করেননি তারা।

Snapinsta.app 452470344 1701400057062880 1339971718156126948 n 1080 qkQHDNvF5b

তবে ভালোভাবে বিবাহপর্ব মিটতেই একের পর এক ছবি পোস্ট করেছেন এই জুটি।

Snapinsta.app 452041657 473408228968592 2738183812976733047 n 1080 Mad0d0ub9s

সেরকমই গায়ে হলুদের বেশ কয়েকটি ছবি প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে খোলা চুলে লাল পাড় সাদা শাড়ি পরে রয়েছেন সোহিনী এবং শোভনের পরনে লাল পাঞ্জাবী।

হলুদ মেখে রীতিমতো ভূত হয়ে গিয়েছিলেন তারা। কখনো দেখা যাচ্ছে দু’জন দু’জনকে হলুদ মাখাচ্ছেন। আবার কখনো ফুল ছিটিয়ে দিচ্ছেন। সবমিলিয়ে দারুন উপভোগ করেছেন এই রীতি। অন্যদিকে এর আগে পোস্ট হয়েছে তাদের আইবুড়ো ভাতের ছবি।

সোহিনীর এক বান্ধবী এই দু’জনকে আইবুড়ো ভাত খাইয়েছিলেন। যেখানে একাধিক পদ রান্না করেছিলেন তিনি। এছাড়া শোভনের বোন তথা বামনেত্রী দীপ্সিতা ধর একাধিক ছবি পোস্ট করেছেন। কখনো গৃহপ্রবেশ আবার কখনো বৌভাতের ছবি তুলে ধরেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।