সম্প্রতি ঘরোয়াভাবে বিয়ে সারলেন টলিউড অভিনেত্রী সোহিনী সরকার ও গায়ক শোভন গাঙ্গুলি। তাদের বিয়ের খবর কাকপক্ষীতেও টের পায়নি। একেবারেই চুপিচুপি সেরেছেন বিয়ে। যদিও মাত্র কয়েক দিন আগেই জানাজানি হয় তাদের বিয়ের খবর। তার আগে প্রকাশ করেননি বিয়ের খবর। অবশেষে কলকাতা থেকে দূরে একান্তে আইনি মতে বিয়ে সারলেন তারা। বিয়ের পর তাদের সেই ছবি ও ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
বিয়ের পর তাদের নানান মূহুর্তের ছবি সামাজিক মাধ্যমে উঠে আসছে। বিয়ের আগে কোনো ছবি তারা প্রকাশ্যে আনেননি৷ একান্তে বিয়ে সারতে চান তারা তাই সকলকে জানাননি এই খবর। বিয়ের কয়েকদিন আগে জানা যায় তাদের সম্পর্ক নতুন মোড় নিতে চলেছে। কাছের বন্ধুবান্ধব ও পরিবারের মানুষদের নিয়ে নতুন জীবনের পথ চলা শুরু করলেন দু’জন।
কাছের বন্ধু ও পরিবারের ঘনিষ্ঠদের নিয়ে বিশেষ দিনে সেলিব্রেশন করতে দেখা গিয়েছে। এর পাশাপাশি না দেখা অনেক অদেখা ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এর আগে সামাজিক মাধ্যমে কোনো ছবি বা ভিডিও তারা পোস্ট করেননি। বিয়ে মিটে যেতেই তা একেক করে পোস্ট করছেন তারা। এবার সামনে এলো নতুন ছবি।
গায়ের হলুদের একাধিক ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। তবে এটি গায়ে হলুদের কোনো ছবি নয়। তাদের আইবুড়ো ভাতের ছবি ফ্রেমবন্দী করা হয়েছিল। এবার সেই ছবিই প্রকাশ্যে আনলেন নতুন জুটি। এই বিয়েতে টলিউডের অনেকেই হাজির ছিলেন। সকলেই যে চুটিয়ে মজা করেছেন তা আর বলার অপেক্ষা রাখে না।
একাধিক গায়ে হলুদের ছবি যেমন ভাইরাল হতে দেখা গিয়েছে তেমনই আইবুড়ো ভাতের ছবি এবার প্রকাশ্যে এসেছে। এর পাশাপাশি সুইমিং পুলে অবসর যাপনের ছবিও ভাইরাল হতে দেখা গিয়েছে। একান্তে বিয়ে সেরে এবার নতুন জীবনের দিকে এগিয়ে চলেছেন নতুন জুটি।