kmc 20240406 105408

আগামী ১০ই এপ্রিল বড় পর্দায় মুক্তি পেতে চলেছে বাংলা ছবি ‘মির্জা’। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। সম্প্রতি ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। বর্তমানে ছবির প্রচারে একাধিক জায়গায় দেখা যাচ্ছে অঙ্কুশ ও ঐন্দ্রিলাকে। তেমনই এবার তারা বর্ধমানে হাজির হলেন।

যদিও অঙ্কুশ বর্ধমানের ছেলে। বর্ধমানেই তার বেড়ে ওঠা। তবে কাজের সূত্রে বর্তমানে তিনি কলকাতায় থাকেন। ছবির প্রচার করতে এবার নিজের জন্মভিটেয় ফিরে গেলেন অঙ্কুশ। ছোটোবেলার এক বন্ধুর মিষ্টির দোকানে ঐন্দ্রিলাকে নিয়ে হাজির হলেন অঙ্কুশ। এদিন ডায়েট ভুলে মিষ্টির দোকানে গিয়ে জমিয়ে মিষ্টিও খেলেন তারা।

অঙ্কুশ মিষ্টি খাওয়ার পাশাপাশি প্রেমিকা ঐন্দ্রিলাকেও খাইয়ে দিতে দেখা গেলো। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অঙ্কুশের মিষ্টির দোকানের বন্ধুর নাম ভিকি। তার দোকানের নাম রামপ্রসাদের লস্যির দোকান। এদিন বন্ধুর দোকানে ঐন্দ্রিলাকে নিয়ে অঙ্কুশ হাজির হওয়ার পর ভিড় জমে যায়। আশেপাশের অনেকে হাজির হন মিষ্টির দোকানে।

ঐন্দ্রিলাকে মিষ্টি খাইয়ে দিতে দেখা যায় অঙ্কুশকে। এরপর ঐন্দ্রিলাকে ‘বোন’ বলেও সম্বোধন করতে দেখা যায় অঙ্কুশকে। তিনি বলেন, “ঐন্দ্রিলা ১২ বছর ধরে আমার ছোট্ট বোন। ১২-১৩ বছর হলে ভাই-বোনই হয়ে যায়।” এরপর ঐন্দ্রিলা বলেন, “কেনো আমি তো অঙ্কুশকে কাকু বলি।” এরপর অঙ্কুশ বলেন, “আসলে ও আমাকে কাকু বলে কারণ আমার হিরোইনটা আমাকে জানু বলে।”

এমন মজার খুনসুটি সময় কাটিয়েছেন তারা। সম্প্রতি জি বাংলার পর্দায় ‘দিদি নং ওয়ান’ গেম শোতে হাজির হবেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। সম্প্রতি সেই প্রোমো ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন,
*‘রাত দখল’-এর রাতেই ‘আরজি কর’-এ দুষ্কৃতী হামলা, প্রতিবাদে সরব অঙ্কুশ-ঋত্বিক