অগ্রহায়ণ মাসের শুভদিন কোনগুলি? জেনে নিন

বাংলা ক্যালেন্ডারের অগ্রহায়ণ মাস শুরু হয়েছে। অগ্রহায়ণ শুরু হতেই বিয়ের ধুম পড়ে গিয়েছে। তাই বিয়ের শুভ দিনগুলি ছাড়াও দেখা দরকার তার সঙ্গে জড়িয়ে থাকা আনুষঙ্গিক জিনিসগুলি। তার মধ্যে যেমন রয়েছে আইবুড়ো ভাত খাওয়ার দিন তেমনই সাধের দিনও রয়েছে। শুভ মাসে শুভ কাজের দিনগুলি জেনে রাখা গুরুত্বপূর্ণ। ৬ই অগ্রহায়ণ ২২শে নভেম্বর শুক্রবার রাত ১১টা ৪৪ মিনিট গতে ৩টে ১২ মিনিটের মধ্যে সিংহ এবং কন্যা লগ্নে সুতহিবুক যোগে বিয়ে।

১১ই অগ্রহায়ণ ২৭শে নভেম্বর বুধবার রাত ১০টা ৩১ মিনিট গতে ২টো ৪০ মিনিটের মধ্যে সিংহ এবং কন্যা লগ্নে সুতহিবুক যোগে যর্জুবিয়ে। ১৯শে অগ্রহায়ণ ৫ই ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৯টা ৫৯ মিনিট গতে ১১টা ২৩ মিনিটের মধ্যে সিংহ লগ্নে, পুনরায় ১টা ৭ মিনিট গতে ৪টে ৩৫ মিনিটের মধ্যে কন্যা এবং তুলা লগ্নে সুতহিবুক যোগে যর্জুবিয়ে। ২০শে অগ্রহায়ণ ৬ই ডিসেম্বর শুক্রবার রাত ৯টা ৫৫ মিনিট গতে ৪টে ৩১ মিনিটের মধ্যে সিংহ, কন্যা এবং তুলা লগ্নে সুতহিবুক যোগে যর্জুবিয়ে।

অগ্রহায়ণ মাসে গায়ে হলুদ ও আইবুড়ো ভাত খাওয়ার দিনগুলিও দেখে নেওয়া যাক- ১লা অগ্রহায়ণ ১৭ই নভেম্বর রবিবার, ২রা অগ্রহায়ণ ১৮ই নভেম্বর সোমবার, ১১ই অগ্রহায়ণ ২৭ নভেম্বর বুধবার, ১২ই অগ্রহায়ণ ২৮শে নভেম্বর বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ ২৯শে নভেম্বর শুক্রবার, ১৫ই অগ্রহায়ণ ১লা ডিসেম্বর রবিবার, ১৯শে অগ্রহায়ণ ৫ই ডিসেম্বর বৃহস্পতিবার, ২০য়ে অগ্রহায়ণ ৬ই ডিসেম্বর শুক্রবার, ২৫শে অগ্রহায়ণ ১১ই ডিসেম্বর বুধবার, ২৬শে অগ্রহায়ণ ১২ই ডিসেম্বর বৃহস্পতিবার।

অগ্রহায়ণ মাসে দ্বিরাগমনের শুভ দিনগুলি হল – ২০শে অগ্রহায়ণ ৬ই ডিসেম্বর শুক্রবার, ২৫শে অগ্রহায়ণ ১১ই ডিসেম্বর বুধবার। এর পাশাপাশি সাধ খাওয়ার শুভদিনগুলি হলো- ১৫ই অগ্রহায়ণ ১লা ডিসেম্বর রবিবার, ১৬ই অগ্রহায়ণ ২রা ডিসেম্বর সোমবার, ২০শে অগ্রহায়ণ ৬ই ডিসেম্বর শুক্রবার, ২৫ই অগ্রহায়ণ ১১ই ডিসেম্বর বুধবার।