‘বেরোজগারি ভাতা যোজনা’ মাসে ১,০০০ থেকে ১৫০০ টাকা দেবে সরকার! সঙ্গে রয়েছে আরও সুবিধা, কারা পাবেন?

20240705 222527

সময়ের সাথে সাথে বেকারত্ব কী পরিমাণ বাড়ছে তা আমরা সকলেই জানি। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের তরফ থেকে নিয়ে আসা হলো বিশেষ ধরনের একটি প্রকল্প। যার আওতায় বেকার যুবক-যুবতীরা মাসে ১,০০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত ভাতার সুবিধা লাভ করবেন। এছাড়াও তাদের চাকরি খুজতে সহায়তা করা হবে।

‘বেরোজগারি ভাতা যোজনা’ নামক এই প্রকল্পের আওতায়

দ্বাদশ থেকে স্নাতক হওয়া আবেদনকারীরা চাকরি ভাতা পাবেন। চাকরি না থাকলে টাকা পাবেন তারা। তবে অবশ্যই মনে রাখতে হবে আবেদনকারীকে উত্তরপ্রদেশ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় ৩ লাখ টাকার কম হতে হবে। আবেদনকারীর বয়স যেন ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হয় এবং তাকে দ্বাদশ শ্রেণি বা স্নাতক পাস হতে হবে।

‘বেরোজগারি ভাতা যোজনা’র সুবিধা

এই প্রকল্পের আওতায় মাসে ১০০০-১৫০০ টাকা আর্থিক সহায়তা করা হবে।

যতদিন না পর্যন্ত তিনি চাকরি পাচ্ছেন ততদিন এই সুবিধা লাভ করবেন।

‘বেরোজগারি ভাতা যোজনা’র আরও একটি বিশেষ সুবিধা

টাকার পাশাপাশি তাদের বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রদান করা হবে। যার মাধ্যমে তারা তাদের জন্য চাকরি খুঁজতে পারবেন। একইসাথে তাদের কর্মসংস্থান সঙ্গম এবং কর্মসংস্থান মেলাতে ডাকা হবে। ফলে তারা ভালো কাজের সুযোগ পাবেন।

প্রয়োজনীয় নথিপত্র: আধার কার্ড, পরিচয় শংসাপত্র, স্থায়ী বসবাসের শংসাপত্র, বয়সের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতা এবং মার্কশিট, আধার কার্ডের সাথে সংযুক্ত মোবাইল নম্বর এবং পাসপোর্ট সাইজের ছবি।