গর্ভবতী শুভশ্রীকে কেন তেড়ে মারতে এসেছিলেন পার্নো? জানালেন অভিনেত্রী

গর্ভবতী শুভশ্রী গাঙ্গুলীর সাথে মারপিট করেছেন আরেক অভিনেত্রী পার্ণো মিত্র! সম্প্রতি তেমনটাই জানিয়েছেন তিনি। এবার হয়তো আপনি ভাবছেন কেন এই অভিনেত্রীরা মারামারি করতে গেলেন? কেনই বা গর্ভাবস্থায় শুভশ্রীর গায়ে হাত তুলতে হলো পার্ণোকে। আসলে সবটাই একটি সিনেমার জন্য।

হয়তো অনেকেই জানেন দু বছর আগে মুক্তি পেয়েছিল ‘ধর্মযুদ্ধ’ নামক একটি সিনেমা। যেখানে ভিন্নধর্মী মানুষদের কাহিনী উঠে এসেছিল। রাজ চক্রবর্তী পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন শুভশ্রী, স্বাতীলেখা সেনগুপ্ত, পার্ণো, ঋত্বিক চক্রবর্তী, সোহম চক্রবর্তী থেকে শুরু করে অন্যান্যরা।

মুখ্য চরিত্রে শুভশ্রী এবং পার্ণোর অভিনয় ভীষণই প্রশংসা লাভ করেছিল। যদিও ২০২২ সালে সিনেমাটি মুক্তি পেয়েছিল। তবে সম্প্রতি আরো একবার চর্চায় উঠে এসেছে। কারণ, কিছুদিন আগে ওটিটিতে সেটি মুক্তি পেয়েছে। সম্প্রতি সেখানকারই কিছু অজানা তথ্য নিয়ে আলোচনা করতে দেখা যায় শুভশ্রী, রাজ এবং পার্ণোকে।

তখন তাদের কাছে জিজ্ঞেস করা হয় এমন কোনো দৃশ্য রয়েছে যেখানে অভিনয় করতে বেশ কষ্ট করতে হয়েছিল? তারই উত্তরে শুভশ্রী বলেন পুরো সিনেমাটাই নাকি স্ট্রাগল। এরপর পার্ণো জানান সেখানে শুভশ্রীর সাথে তার একটি মারামারির দৃশ্য ছিল। একই শটে সেটা তুলেছিলেন রাজ।

এরপর আরও বলেন একটা দৃশ্যের জন্য অনেক মারপিট করতে হয়েছিল পার্ণো এবং শুভশ্রীকে। যদিও দৃশ্যটি নাকি চিত্রনাট্যতে ছিলই না। সেই মুহূর্তে সেট ঠিক হয়েছিল। যেহেতু সিনেমায় শুভশ্রীকে গর্ভবতী দেখানো হয়েছিল তাই তাকে মারার কথা শুনে খানিকটা অবাক হয়েছিলেন পার্ণো। এই কারণে গর্ভাবস্থায় শুভশ্রীকে মারতে হয়েছে তাকে।

আরও পড়ুন,
*‘…জীবনের অন্যতম সেরা সম্মান’, গর্বিত ভারতের পতাকাবাহী পিভি সিন্ধু

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক