বলিউডের জনপ্রিয় মডেল হলেন মালাইকা অরোরা৷ বিভিন্ন বিষয়ের জন্য তিনি সংবাদ শিরোনামে থাকেন। অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক হোক কিংবা সিনেমা বিষয়ক ব্যাপারে মাঝেমধ্যে মালাইকা নজরে আসেন। তবে ২০২৩ সালের ওটিটি শো ‘মুভিং ইন উইথ মালাইকা’ চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। তবে মালাইকা জানান এই টক শো সব টক শোয়ের থেকে আলাদা হতে চলেছে।
সেই কথা রেখেছিলেন মালাইকা। এই টক শো অন্যান্য টক শোয়ের মতন ছকে বাঁধা ছিল না৷ বরং আরও অনেকটা খোলামেলা ছিল। ভক্তদের সঙ্গে তিনি শেয়ার করেছিলেন নানান অজানা কথা। তিনি এই শোয়ে জানিয়েছিলেন এমন অনেক বিষয় রয়েছে যা নিয়ে কথা বলা প্রাসঙ্গিক। তবু অনেকেই সেই বিষয়ে নজর দেন না৷ আর সেই বিষয়গুলি আলোচনার মাধ্যমে মালাইকা সকলের সামনে তুলে আনবেন, এমনটাই জানিয়েছিলেন তিনি।
শো শুরু হওয়ার পর হয়েছিলোও তাই। তিনি তার ভক্তদের নিরাশ করেননি৷ নিজের জীবনে ওঠাপড়ার সমস্ত কাহিনি একেবারে খোলামেলা আলোচনা করেছিলেন তিনি। অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক কিংবা আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ, সবটাই তিনি তুলে ধরেছিলেন। তার পাশাপাশি বলিউডে প্রবেশ করার সময় কঠিন লড়াইয়ের কথাও তিনি জানাতে ভোলেননি।
এর পাশাপাশি তিনি জানান আরও এক অজানা তথ্য। এর আগে এই বিষয়ে তিনি কখনও মুখ খোলেননি৷ তিনি তার বোনের বিষয়েও প্রকাশ্যে মন্তব্য করেছেন। তার বোন অমৃতা অরোরার উদ্দেশ্যে তিনি স্পষ্ট করে বলেন, জীবনে তার এমন অনেক কঠিন সময় এসেছে যখন তার বোন অমৃতাকে তার দরকার ছিল।
অভিনেত্রীর কথায়, তখন তার পাশে তার বোন ছিলেন না৷ এদিকে তার বোন অমৃতাকেও এক সাক্ষাৎকারে বলতে শোনা যায়, মালাইকা তাকে বারবার কটাক্ষ করতেন। ফ্যাশন বা কেরিয়ার সবকিছু নিয়েই তাকে কটাক্ষ করত মালাইকা। তবে মালাইকা তার টক শো-তে জানিয়েছেন, যখন তিনি দিনের পর দিন চোখের জল ফেলতেন সেইসময় তার বোন তাকে সঙ্গ দেয়নি৷
আরও পড়ুন,
*গর্ভবতী শুভশ্রীকে কেন তেড়ে মারতে এসেছিলেন পার্নো? জানালেন অভিনেত্রী