Bhojpuri: বলিউডের পাশাপাশি সমান্তরালভাবে ভোজপুরী ইন্ডাস্ট্রি তাদের রাজত্ব বজায় রেখেছে। ইতিমধ্যেই গোটা দেশে ভোজপুরী ইন্ডাস্ট্রির রমরমা ছড়িয়ে পড়েছে। বর্তমানে দেখা যায় বলিউডের অনেক গানই ভোজপুরী ভাষাতেও মুক্তি পায়।
সেরকম একটি গান কয়েকমাস আগে মুক্তি পেয়েছে যেটির নাম ‘ছাম্মা ছাম্মা’। এই গানটির সাথে কমবেশি সকলেই পরিচিত হয়ে থাকবেন। কারণ, দীর্ঘ সময় হয়ে গেলেও এই গানটির জনপ্রিয়তা বজায় রয়েছে সমানভাবেই।
আর এই জনপ্রিয়তার কথা মাথায় রেখেই গানটিকে ভোজপুরী(Bhojpuri) ভাষাতেও লঞ্চ করা হয়েছে। ‘টিপস ভোজপুরী’ ইউটিউব চ্যানেলে কয়েকমাস আগে এই গানটি মুক্তি পেয়েছে। যেখানে অসাধারণ নাচ প্রদর্শন করেছেন শিল্পী নম্রিতা মাল্লা।
গানটি গেয়েছেন শিল্পী রাজ। নম্রিতাকে নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই তার অসাধারণ নৃত্য দক্ষতার মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছেন তিনি। এই গানে তার এক্সপ্রেশন এবং নাচের স্টেপ ঝড় তুলেছে পুরুষ অনুরাগীদের বুকে।
তাইতো কয়েক মাস আগে মুক্তি পেলেও সেখানে ভিউর সংখ্যা চোখে পড়ার মতো। অন্যদিকে শিল্পী রাজও একজন জনপ্রিয় ভোজপুরী শিল্পী। তার অন্যান্য গানগুলিও সমান জনপ্রিয়তা পেয়েছে। উল্লেখযোগ্য, নম্রিতা মূলত বিভিন্ন স্টেজ শো এবং মিউজিক ভিডিওতে কাজ করে থাকেন।
যার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় তার প্রচুর অনুরাগী তৈরি হয়েছে। তাদের সাথে মাঝেমধ্যে নাচের বিভিন্ন ভিডিও ভাগ করে নেন তিনি। এছাড়া শরীরচর্চার বিষয়েও তিনি শিক্ষা দিয়ে থাকেন। এক কথায় বলতে গেলে তিনি তার কেরিয়ারের শীর্ষে রয়েছেন।