kmc 20240714 081042

যারা মোটামুটি একটু ভালো অঙ্কের টাকা রোজগার করেন তাদের ট্যাক্স দিতে হয়। তবে যারা ট্যাক্স স্ল্যাবের আওতায় পড়েন না তাদেরও আয়কর রিটার্ন দাখিল করা উচিত। এটাকে মূলত জিরো রিটার্ন বা Nil ITR-ও বলা হয়। এতে জানানো হয় যে আপনি করের যোগ্য নন সে কারণেই আপনি কর প্রদান করেননি।

আপনি যদি এখনো আয়কর রিটার্ন ফাইল না করে থাকেন তাহলে ৩১শে জুলাইয়ের আগে করে নিন। কারণ এটির বিশেষ গুরুত্ব রয়েছে।

সহজে লোন পাওয়া যায়

যদি Nil ITR ফাইল করেন তাহলে সহজেই লোন পাবেন। আসলে এমন অনেক আর্থিক প্রতিষ্ঠান রয়েছে যারা ঋণের জন্য আয়ের প্রমাণ চায়। যারা চাকরি করেন তারা বেতনের স্লিপ প্রমাণ হিসেবে দিতে পারেন। তবে যারা চাকরি করেন না তারা এই আয়কর রিটার্নের কপির মাধ্যমে সহজে লোন পেয়ে যাবেন।

ভিসা পাওয়ার ক্ষেত্রে

আমেরিকা-সহ উন্নত বেশ কিছু পশ্চিমের দেশ ভিসা দেওয়ার ক্ষেত্রে আয়কর রিটার্নের কপি চায়। আসলে তারা যাচাই করে নেন যারা তাদের দেশে যাচ্ছেন তাদের আর্থিক অবস্থা সম্পর্কে। সেক্ষেত্রে এই আইটিআর কপি কাজে লাগে।

বড়ো অঙ্কের বীমা পলিসি নিতে

আপনি যখন বড়ো অঙ্কের কোনো বীমা কেনেন তখন আপনাকে আইটিআর রশিদ দেখাতে হয়। বিশেষ করে এলআইসি’তে যদি আপনি ৫০ লক্ষ টাকা বা তার বেশি পলিসি নেন তাহলে আপনাকে আইটিআর নথির জন্য জিজ্ঞেস করা হবে।

নতুন ব্যবসা শুরু করতে সহায়ক

নতুন কোনো ব্যবসা শুরু করতে গেলে এটি খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি কোনো সরকারি দপ্তর থেকে টেন্ডার পেতে চান তাহলে আপনাকে ৫ বছরে আইটিআর দেখাতে হয়।

আপনার আয়কর রিটার্ন আপনার ঠিকানা

অন্যান্য সুবিধার পাশাপাশি এটি আপনার ঠিকানা প্রমাণ হিসেবেও কাজে লাগে। আপনি যদি ম্যানুয়ালি এটি পূরণ করেন তাহলে আয়কর রিটার্নের রশিদ আপনার দেওয়া ঠিকানায় পাঠানো হয়।