ফিলিপিন্সে গিয়ে বিয়ের এক মাস উদযাপন করলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং তার স্বামী জাহির ইকবাল! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে সেখানে গিয়ে কতটা উপভোগ করেছেন তারা।
এদিন তিনি তার পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘আমরা আমাদের বিবাহের এক মাস উদযাপন করলাম সুস্থ হয়ে ওঠার মাধ্যমে। যেটা আমাদের সবথেকে বেশি প্রয়োজন ছিল করার। এটা কোনো বিজ্ঞাপন নয় বা আমাকে কেউ পোস্ট করতেও বলেনি। তবে আমি ফিলিপিন্সের এই ফার্মহাউজ সম্পর্কে না পোস্ট করে থাকতে পারলাম না।’
আসলে তারা ফিলিপিন্সের একটি ফার্মহাউজে উঠেছিলেন। সেখানে দুর্দান্ত অভিজ্ঞতা লাভ করেছেন এই জুটি। প্রকৃতির মাঝে ঘুম থেকে ওঠা, সঠিক সময়ে খাওয়া, সঠিক সময়ে ঘুমোনো সব কিছুর মাধ্যমে তরতাজা অনুভব করছেন অভিনেত্রী। যে অভিজ্ঞতা তিনি ভাগ করে নিয়েছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে, তিনি সেখানে গিয়েই উপলব্ধি করতে পেরেছেন সুস্থ থাকা আসলে কী! তার শরীর কী চায়, কীভাবে মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হয় সবই তিনি সেখানে গিয়ে বুঝতে পেরেছেন। তাইতো সকলকে ধন্যবাদ জানিয়েছেন যারা ফার্মহাউজের সাথে যুক্ত আছেন।
উল্লেখযোগ্য, গত ২৩শে জুন বিশেষ বিবাহ আইনে বিয়ে করেছেন জাহির এবং সোনাক্ষী। বিয়ের পর কেউই তাদের ধর্ম পরিবর্তন করেননি। আইনি কাগজে সই-সাবুদ করে বিয়ে করেছেন তারা। পাশাপাশি অভিনেত্রীকে সিঁদুর পরিহিত অবস্থাতেও দেখা গিয়েছে। ওইদিন রাতেই ছিল গ্র্যান্ড রিসেপশন।