হাতে এই রেখা থাকেলই পরকীয়া, ডিভোর্স হবেই হবে! জানুন জোতিষশাস্ত্র মত

If you have this line in your hand, you will be divorced! Know like astrology

মানুষ বড়ই কৌতুহলি। সে সবসময় নতুন কিছু জানতে চায়। অতীত, বর্তমান, ভবিষ্যত নিয়ে সবসময় উদ্বিগ্ন সে। আর তাই অজানাকে জানার আগ্রহে মানুষ তৈরি করে ফেলেছে একাধিক উপায়। অতীত সম্পর্কে জানা যতটা সহজ হয় ভবিষ্যত সম্পর্কে জানা ততটাই কঠিন বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু তারও রয়েছে উপায়। এক অদ্ভুত উপায়ের মাধ্যমে মানুষ ভবিষ্যত সম্পর্কে জানতে উদ্যত হয়েছে। আর সেটি হল জ্যোতিষ শাস্ত্র।

জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পারি আমাদের ভবিষ্যতে কী ঘটতে চলেছে। আর এই কাজে সাহায্য করে আমাদের হাতের রেখা। মানুষের হাতে রয়েছে রেখার ছড়াছড়ি। জ্যোতিষ শাস্ত্রেই রেখার রয়েছে আলাদা তথ্য। তাই হাতের বিশেষ কয়েকটি রেখা দেখে বলে দেওয়া যায় ভাগ্য কী রয়েছে।

আমাদের হাতে রয়েছে একাধিক রেখা। তার প্রতিটির রয়েছে আলাদা তাৎপর্য। হাতের রেখার দেখে যেকারোর বৈবাহিক জীবন সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। তাই নিজের ভবিষ্যত জানতে অনেকেই হাত দেখান। হস্তরেখাবিদ্যা অনুযায়ী, হাতে কয়েকটি রেখা থাকলে বিবাহবিচ্ছেদ হবেই!

যাদের হাতে রয়েছে দু’মুখো বিয়ের রেখা তারা সম্পর্কে বিশ্বাসী হন না। তারা পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন। এছাড়া একাধিক সম্পর্কে জড়ানোর কারণে জীবনে অশান্তি হতে পারে। যাদের হাতের রেখা থেকে আরও কয়েকটি রেখা বের হয় তারা সাধারণত একাধিকবার বিয়ে করেন।

প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর আবার তারা বিয়ে করেন। তবে তাদের দ্বিতীয় বিয়েও সুখের হয় না। হস্তরেখাবিদ্যা অনুযায়ী, পুরুষদের যদি ডান হাতে বিয়ের রেখা থেকে আরও দু’টি রেখা বের হয় তবে দাম্পত্য জীবনে নানান সমস্যা দেখা দিতে পারে। এমন রেখা হাতে থাকলে বিয়ে বেশিদিন স্থায়ী হয় না।

আরও পড়ুন,
*বুধ-শুক্রের যুতি’তে রাজযোগ, চলতি সপ্তাহেই ভাগ্য চমকাবে ৫ রাশির
*স্বামীকে কোটিপতি করতে সক্ষম এই ৫ গুনের মহিলারা
*Palmistry: হাতে এই রেখা আছে? নিজের ভাগ্য নিজেই লিখবেন