এবার রাজ্যে প্রথম তৈরি হল আইটিসির আইটি ও আইটিইএস ক্যাম্পাস। জানা যাচ্ছে, নিউটাউনে অ্যাকশন এরিয়া ৩-এ হিডকোর দেওয়া ১৮ একর জমি জুড়ে এই আইটি হাব তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ওই জমির অক্যুপেন্সি সার্টিফিকেট দিয়েছে নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি। জানা যাচ্ছে, এর মাধ্যমে ৫০০০ মানুষের কর্মসংস্থান হবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “বাংলার জন্য একটি মাইলফলক। কাজ শুরু হলে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের ডিজিটাল এবং প্রযুক্তিনির্ভর উদ্যোগে বিনিয়োগের জন্য এটি অন্যতম গন্তব্য হতে চলেছে। এই উদ্যোগ পশ্চিমবঙ্গের উন্নয়নকে আরও ত্বরাণ্বিত করবে।”
আরও পড়ুন,
*চুল কেটে একী হাল শুভশ্রীর? প্রথম দেখায় চিনতেই পারছেন না ভক্তরা
মুখ্যমন্ত্রীর কথায়, ওই ক্যাম্পাসে তিনটি ভবন রয়েছে। একটি গগনচুম্বী অফিস টাওয়ার, একটি বিজনেস সাপোর্ট সেন্টার এবং একটি নলেজ সেন্টার। এর পাশাপাশি আইটিসি লিমিটেড ওই ক্যাম্পাসে ১২০০ কোটির লগ্নি করেছে। এর ফলে আগামী দিনে ৫০০০ পেশাদার মানুষের কর্মসংস্থান হতে চলেছে।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে গ্লোবাল সেন্টার অফ এক্সেলেন্স ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মধ্যে প্রথম আইটি হাব হতে চলেছে এটিই। আইটিসির উদ্যোগে ধীরে ধীরে এটি বাস্তব রূপ নিয়েছে। পশ্চিমবঙ্গের জন্য আগামী দিনে শিল্প তথা তথ্যপ্রযুক্তির জন্য এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে।