দ্রব্য মূল্য প্রতিদিন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এদিকে দ্রব্য মূল্য যেমন বাড়ছে তেমনই আয়ের সুযোগ কমছে। অনেকেই এই পরিস্থিতিতে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন৷ কিছুদিন আগে বেড়েছে মোবাইল রিচার্জের দাম। এদিকে বাজারে সমস্ত জিনিসের দামই বেশি।
এমন পরিস্থিতিতে ভারতীয় পোস্ট এমন একটি সঞ্চয় প্রকল্প এনেছে যেখানে সামান্য কিছু টাকা জমালেও মোটা টাকা ফেরত পাওয়া যাবে। বিভিন্ন ধরনের মানুষের কথা চিন্তা করে একাধিক স্কিম এনেছে পোস্ট অফিস। এর পাশাপাশি স্কিমের সঙ্গে রয়েছে ইন্স্যুরেন্স পলিসি। এই পলিসিতে বিনিয়োগ করলে একটা সময় পরে মোটা টাকা পেতে পারেন।
পোস্ট অফিসের এমন একটি বিনিয়োগের নাম হলো পোস্ট অফিস গ্রাম সন্তোষ স্কিম। এই স্কিম আসলে একটি গ্রামীণ ডাক জীবন বীমা বা RPLI এর একটি জনপ্রিয় ইন্সুরেন্স প্ল্যান। এই জীবন বিমা প্ল্যানটির মাধ্যমে গ্রাহক তার জীবন সুরক্ষাও পাবে। গ্রাহক তার খুশি মতন এখানে টাকা জমা করতে পারবে। মাসিক, ত্রৈমাসিক, অর্ধ বার্ষিক বা এক বছরের ভিত্তিতে এখানে টাকা জমা করা যাবে।
গ্রাহকের বয়স হতে হবে নূন্যতম ১৯ বছর। এর পাশাপাশি সর্বোচ্চ বয়স হতে হবে ৫৫ বছর। এই বিমায় সর্বনিম্ন ১০ হাজার টাকা ও সর্বোচ্চ ১০ লক্ষ টাকা সুরক্ষা পাওয়া যায়। বিমা গ্রাহকের মৃত্যু হলে তার নমিনি টাকা পাবেন। বিমা করার ৩ বছর পর থেকে এই স্কিমের বিপরীতে লোন গ্রহনের সুবিধা পাওয়া যাবে।
আরও পড়ুন,
*এবার বৈদ্যুতিক বিলে ছাড় দিতে চলেছে মমতা সরকার! জানুন কারা পাবেন