দীর্ঘ কয়েক মাস ধরে প্রাক বিবাহ সহ বিয়ের নানান অনুষ্ঠান হয়ে চলেছে অনন্ত আম্বানি ও রাধিকার। কয়েক মাস আগে গুজরাটের জামনগরে অনুষ্ঠিত হয়েছে প্রাক বিবাহ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে হাজির হতে দেখা গিয়েছে গোটা বলিউড সহ আন্তর্জাতিক স্তরের নানান মুখকে। বর্তমানে মুম্বাইতে বিয়ের ধুম লেগেছে। গত ১২ই জুলাই সম্পন্ন হয়েছে বিবাহ।
কিন্তু বিবাহ মিটে গেলেও তার একাধিক রীতিনীতি পালন করা হচ্ছে। আর এই বিয়ের নানান মূহুর্ত এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সামাজিক মাধ্যমে বিয়ের নানান মূহুর্ত সহ জনপ্রিয় তারকাদের উপস্থিতিও চোখে পড়ার মতন৷ সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে চলেছে।
সম্প্রতি সামাজিক মাধ্যমে আম্বানি পরিবারের এই অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোন ও ঐশ্বর্য রাই বচ্চনকে। ভিডিওতে দেখা গিয়েছে, অন্তঃসত্ত্বা দীপিকাকে জড়িয়ে ধরেছেন ঐশ্বর্য। তারপর দীপিকার কানে কানে মাতৃত্ব নিয়ে কিছু কথা বলতে দেখা গেলো ঐশ্বর্যকে। দুই অভিনেত্রীর মধ্যে আবেগঘন এই মূহুর্ত ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
ঐশ্বর্যের পাশে দাঁড়িয়েছিলেন হৃত্বিক রোশন। তিনি এই গোটা ঘটনার সাক্ষী ছিলেন। বিয়ের আসরে বচ্চন পরিবারের সঙ্গে প্রবেশ করেননি ঐশ্বর্য। তিনি মেয়েকে নিয়ে পরে বিয়েতে আসেন। এরপর ক্যামেরার সামনে পোজ দেন বিশ্বসুন্দরী। আর সেই ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।
BABIES🥹♥️ Aishpika✨ https://t.co/1ijy5XuTWh pic.twitter.com/gwVy6wTcaT
— 🍉hannan (@daperfectDP) July 13, 2024
তবে অভিষেকের সঙ্গে পরে আরাধ্যা ও ঐশ্বর্যকে একসঙ্গে বসে থাকতে দেখা গিয়েছে। এদিকে এহেন বিয়ে বাড়ির অনুষ্ঠানে উপস্থিতি হাতছাড়া করেননি দীপিকা পাড়ুকোন। অন্তঃসত্ত্বা অবস্থায় সেজেগুজে হাজির হয়েছেন বিয়েতে। এদিকে গোটা বিয়ে বাড়ি জমিয়ে রেখেছেন রনবীর সিং। উদ্দাম নাচের তালে তালে তার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।