প্রত্যেকেরই ইচ্ছা থাকে জীবনে একটি চারচাকা গাড়ি কেনার। তবে শুধু গাড়ি কিনলেই হয় না সেই গাড়ি মেইন্টেন করতে খরচ হয় প্রচুর টাকা। সেই কথা ভেবেই পিছিয়ে আসতে হয় সাধারণ মধ্যবিত্তদের। গাড়িতে যে ধরনের খরচ আমরা দেখতে পাই তার মধ্যে অন্যতম হলো জ্বালানী খরচ। আসলে পেট্রোল ও ডিজেলের দাম ক্রমাগত বেড়েই চলেছে।
ফলে গাড়ি কেনার আগে ভাবতে হচ্ছে প্রত্যেককেই। তবে আজ আমরা এমন কয়েকটি গাড়ির কথা বলবো সেগুলো দেখতে যেমন অসাধারণ, তেমনই তাতে মাইলেজ রয়েছে দুর্দান্ত। একবার যদি ফুল ট্যাংক করতে পারেন তাহলে সেটা চলবে ১০০০ কিমি পর্যন্ত! আসুন তাহলে জেনে নিন গাড়িগুলি সম্পর্কে-
Maruri Suzuki Grand Vitara
এতে রয়েছে হাইব্রীড ইঞ্জিন। মাইলেজ 27.97 কিমি প্রতি লিটার, ফ্যুয়েল ক্যাপাসিটি 45 লিটার। ফুল ট্যাংকে চলবে 1258 কিমি। দাম 10.87-19.97 লাখ টাকা।
Toyota Innova High cross
মাইলেজ 23.24 কিমি প্রতি লিটার, ফ্যুয়েল ক্যাপাসিটি 52 লিটার, ফুল ট্যাংকে চলবে 1208 কিমি। দাম 19.7-30.98 লাখ টাকা।
Honda City e:HEV
মাইলেজ 27.13 কিমি প্রতি লিটার, ফ্যুয়েল ক্যাপাসিটি 40 লিটার, ফুল ট্যাংকে চলবে 1085 কিলোমিটার। দাম 19.04 লাখ টাকা।
Hyundai Creta
এই গাড়ির মাইলেজ 21,80 কিমি প্রতি লিটার, ফ্যুয়েল ক্যাপাসিটি 50 লিটার, ফুল ট্যাংকে চলে 1090 কিমি। দাম 11 লাখ টাকা।
Hyundai Venue
মাইলেজ 23.4 কিমি প্রতি লিটার, ফ্যুয়েল ক্যাপাসিটি 45 লিটার, ফুল ট্যাংকে চলবে 1053 কিলোমিটার। দাম 9.30 লাখ টাকা।
Tata Nexon
মাইলেজ দেবে 24 কিমি প্রতি লিটার, ফ্যুয়েল ক্যাপাসিটি 44 লিটার, ফুল ট্যাংকে চলে 1056 কিলোমিটার। দাম 8 লাখ টাকা।
Kia Sonnet
প্রতি লিটারে চলে 24.1 কিমি, ফ্যুয়েল ক্যাপাসিটি 45 লিটার, ফুল ট্যাংকে চলবে 1084 কিলোমিটার। দাম 8 লাখ টাকা।
উপরের গাড়ির তালিকা দেখে এটাই স্পষ্ট হয় যে শুধুমাত্র এন্ট্রি লেভেল গাড়ি নয়, ভালো এসইউভি গাড়িও দুর্দান্ত মাইলেজ দিতে সক্ষম। নেপথ্যে কারণ হিসেবে রয়েছে উন্নত ইঞ্জিন এবং আধুনিক প্রযুক্তি। বর্তমানে যেসব গাড়িগুলি লঞ্চ হচ্ছে তাতে উন্নত ইঞ্জিন এবং প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। কয়েকটিতে আবার হাইব্রিড ইঞ্জিনও রয়েছে।