ভারতে এবার প্রথমবার সিএনজি দুই চাকা লঞ্চ করতে চলেছে Honda। ইতিমধ্যেই তা নিয়ে উত্তেজনা তুঙ্গে। এর আগে মূলত সিএনজির তিন চাকা এবং চার চাকার চলতো রাস্তায়। এবার খুব শীঘ্রই দুই চাকাও দেখা যাবে। কিছুদিনের মধ্যেই ‘Bajaj’ সংস্থাও তাদের সিএনজি বাইক লঞ্চ করবে বাজারে। তাদেরই টেক্কা দেবে ‘Honda’।
বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে হয়তো আগামী বছরের অটো-এক্সপো’তে সেটি প্রকাশ্যে আসতে পারে। তবে সেটি বাইক হবে নাকি স্কুটার তা জানা যায়নি। যদিও মনে করা হচ্ছে তারা ‘Activa’ সিএনজি অপশন আনতে পারে।
দীর্ঘদিন ধরে তাদের সিএনজি Activa নিয়ে চর্চা চলছে।
‘Bajaj’ তাদের সিএনজি বাইক লঞ্চ করতেই নতুন প্রজন্মের মধ্যে এই বাইকের প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছে। আসলে পেট্রোলের ক্রমাগত মূল্যবৃদ্ধি মানুষকে বিকল্প খুঁজতে বাধ্য করছে। সেক্ষেত্রে সিএনজি ভালো অপশন।
ভারতের মূলত সস্তার বাইক এবং স্কুটারের চাহিদা অনেক বেশি। এই কথা ভেবেই তারা দুই চাকা লঞ্চ করতে চলেছে। বিভিন্ন সংস্থা এক মাসে ৯-১০ লাখ বাইক বিক্রি করে বাজারে। যেমন ‘Bajaj’ সস্তায় সিএনজি বাইক লঞ্চ করে সাধারণ মানুষকে টার্গেট করেছে। তা দেখে খুব শীঘ্রই ‘Honda’ তাদের নতুন মডেল আনতে পারে।
অন্যদিকে যদি আমরা ‘Bajaj’ সিএনজি বাইক দেখি তাহলে সেটি এক ধাক্কাতেই পেট্রোলের খরচ কমিয়ে দেবে। গ্যাস এবং পেট্রোল মিলিয়ে সেটি ৩০০ কিলোমিটার পথ চলতে সক্ষম। পাশাপাশি সেখানে একাধিক ফিচারও দেওয়া হয়েছে।