এবার বাজারে আসছে সিএনজি বাইক। যা ভারত তথা বিশ্বের বাজারে প্রথম বাইক। জানা যাচ্ছে, এই বাইকের নাম ফ্রীডম ১২৫। বাইকের দাম শুরু হচ্ছে ৯৫,০০০ টাকা থেকে। বাইকের তিনটি ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে। একটি NG04 ড্রাম যার দাম ৯৫,০০০ টাকা, NG04 ড্রাম LED যার দাম ১.০৫ লক্ষ টাকা এবং আরেকটি NG04 ডিস্ক LED যার দাম ১.১০ লক্ষ টাকা।
CNG বাইকের ইঞ্জিন
উপরে উল্লিখিত সবকটি এক্স শোরুম মূল্য। বাজাজ ফ্রিডম 125 CNG বাইকে পাবেন ১২৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এতে রয়েছে মাইলেজ ও ফিচার্স৷
CNG বাইকের দু’টি ভ্যারিয়েন্ট
এটি পেট্রোল ও সিএনজি দু’টি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। তাই গ্রাহক তার সুবিধা মতন চালাতে পারে। বাইকটির সর্বোচ্চ হর্সপাওয়ার ৯.৫ ও এনএম টর্ক ৯.৭। গাড়িতে রয়েছে ফুয়েল ট্যাঙ্ক।
প্রতি কেজি সিএনজিতে কত কিলোমিটার রাস্তা অতিক্রম করবে
এই গাড়িটি প্রতি কেজি সিএনজিতে ২১৩ কিলোমিটার রাস্তা অতিক্রম করবে। এর পাশাপাশি সিএনজি ও পেট্রোল মিলিয়ে গাড়িটি ৩৩০ কিলোমিটার রাস্তা অতিক্রম করবে। চালকের কাছে থাকবে একটি সুইচ বাটন। যার সাহায্যে পেট্রোল থেকে সিএনজি-তে পরিবর্তন করা যাবে।
১১টি সুরক্ষা পরীক্ষা করার পর বাইকটি বাজারে আনা হয়েছে। এই গাড়ি দেখর পর মনে করা হচ্ছে বিকল্প জ্বালানির উপর জোর দিচ্ছে সরকার। এই বাইকটির সিটের উচ্চতা ৭৮৫ মিলিমিটার। ২ কেজি ক্যাপাসিটির সিএনজি ট্যাঙ্ক রয়েছে। এছাড়া গাড়িতে রয়েছে আরও একাধিক ফিচার্স।
ফিচার্স হিসেবে পাবেন এলইডি লাইট, একইডি ফিচার্স, ডিজিটাল মিটার, ব্লুটুথ কালেকশন। ডিস্ক ও ড্রাম দুই ধরনের ব্রেকই রয়েছে। গাড়িটি পাওয়া যাবে একাধিক রঙে।