জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কে প্রথম কাছে এসেছি।’ এই ধারাবাহিকের হাত ধরে উঠে এসেছে একাধিক নতুন মুখ। তেমনই ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্র হলো ছোট্ট মিহি। মিহির চরিত্রে অভিনয় করছে ছোট্ট রাধিকা কর্মকার। এই ধারাবাহিক সিঙ্গল মাদারের গল্প বলে। সিঙ্গল মাদারের ভূমিকায় অভিনয় করবেন মোহনা মাইতি। তার মেয়ের চরিত্রে দেখা যাবে মিহি ওরফে রাধিকাকে।
তবে টেলিভিশনের পর্দায় রাধিকার এই সফর শুরু হলো কীভাবে? জানা যাচ্ছে, রাধিকাকে প্রথম দেখা যায় ‘দাদাগিরি’-এর পর্দায় প্রতিযোগী হিসেবে। এরপর জি বাংলার এই মেগায় সে ডাক পায়। এই মেগার নির্মাতারা রাধিকাকে দেখার পরই তাকে পছন্দ হয়ে যায়। যদি রাধিকা নিজের একজন সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় স্টার।
এত ছোট বয়সেই তার রয়েছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল। সেখানে সে নানান ছবি, ভিডিও ও রিল পোস্ট করে। মাত্র ৩ বছর বয়স রাধিকার। সোশ্যাল মিডিয়ায় তার হ্যান্ডেলের বয়স মাত্র ১০ মাস। মাত্র এই কয়েক মাসেই প্রচুর অনুরাগী তৈরি করে ফেলেছে সে। মাঝেমধ্যে নানান রিল ও ভিডিও পোস্ট করতে দেখা যায় তাকে।
রাধিকার মা সুস্মিতা কর্মকার জানান, তারা যদিও দুর্গাপুরের বাসিন্দা। তবে রাধিকার অভিনয়ের জন্য তারা এখন কলকাতাতেই থাকেন। এখানে রয়েছে রাধিকার বাবার দাদুর বাড়ি। সেখানেই তাকেন তারা। বর্তমানে রাধিকা CRPF মন্টেসারি স্কুলে পড়াশোনা করছে।
স্কুলে রাধিকার অভিনয়ের সমস্ত বিষয় জানানো হয়েছে এবং স্কুল থেকেও সম্মতি দেওয়া হয়েছে। শুধুমাত্র পরীক্ষার সময় রাধিকা হাজির হবে স্কুলে। তবে অভিনয় করতে ভালোই লাগছে রাধিকার এই কথা সে নিজেই জানিয়েছে। মেকাপ করতে তার খুব ভালো লাগছে। আয়নার সামনে দাঁড়িয়ে একা এক সে অভিনয় করে বলেও জানিয়েছে।