জন্মাষ্টমী ২০২৪, শুভ দিনক্ষণ
সনাতন ধর্মে প্রত্যেক বছর জন্মাষ্টমী অত্যন্ত আড়ম্বরের সাথে পালিত হয়। এই বছরের জন্মাষ্টমী পালিত হবে ২৬ শে আগস্ট, সোমবার। বহু বছর পর চলতি বছরের জন্মাষ্টমীতে কাকতালীয় ঘটনা ঘটেছে। ভাগবত পুরাণ অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন ভাদ্র মাসে কৃষ্ণ অষ্টমী তিথিতে, বুধবার, রোহিণী নক্ষত্র ও বৃষ রাশিতে।
৫২৫১ তম জন্মাষ্টমী
এই বছর শ্রীকৃষ্ণের ৫২৫১ তম জন্মাষ্টমী পালিত হবে। পঞ্চাঙ্গ মতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয়। শাস্ত্র মতে জন্মাষ্টমীতে উপবাস করলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায়। এছাড়াও ভক্তদের জীবন থেকে সমস্ত কষ্ট দূর হয়ে যায়। নিঃসন্তান নারীরা সন্তান লাভ করেন।
জন্মাষ্টমীতে উপবাস করলে কি হয়?
এই বছর এই তারিখ সোমবার, ২৬শে আগস্ট দুপুর ৩ টে ৫৫ মিনিট থেকে শুরু হয়ে ২৭শে আগস্ট রাত ২টো ১৯ মিনিট পর্যন্ত থাকবে। ভক্তদের বিশ্বাস জন্মাষ্টমীতে উপবাস করলে তিন জন্মের জ্ঞাত এবং অজ্ঞাত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এদিন শ্রীকৃষ্ণের আরাধনা করলে মনের সমস্ত ইচ্ছে পূরণ হয়।
ভক্তরা ঈশ্বরের কৃপা লাভ করেন। যারা অনেক জন্ম ধরে ভৌতিক রূপে বিচরণ করছেন তারা এই দিন পুজো করলে মুক্তি লাভ করেন। পাশাপাশি আপনার জীবন থেকে সমস্ত সমস্যা দূর হয়ে সফলতা লাভ করবেন।
তাই আপনি যদি এই বিশেষ দিনের পূণ্য লাভ করতে চান তাহলে এই দিন উপবাস করুন। কারণ এই বছরের জন্মাষ্টমী বিশেষ শুভ। আর যারা আগে থেকে ব্রত পালন করছেন তাদের জন্যেও এই দিন খুবই শুভ হবে।