বঙ্গতনয়া হলেও তার জনপ্রিয়তা মুম্বাইতেই বেশি। ‘মন’ সিনেমায় নেহার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তবে বর্তমানে তাকে ‘মঞ্জু’ হিসেবেই বেশি চেনেন দর্শকেরা। হ্যাঁ, ঠিকই ধরেছেন আজ আমরা কথা বলছি অভিনেত্রী সুমনা চক্রবর্তীর সম্পর্কে। বাঙালী হলেও টলিউডে কোনো কাজ করেননি তিনি।
বরং পাড়ি দিয়েছেন হিন্দি ইন্ডাস্ট্রিতে কাজ করতে। শিশুশিল্পী হিসেবে অভিনয় করার পর তাকে দেখা যায় ‘খোটে সিক্কে’, ‘কসম সে’, ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’এর মতোন ধারাবাহিকে। তবে তার কেরিয়ারের মোড় ঘুরে যায় ‘কাহানি কমেডি সার্কাস কি’তে অংশ নেওয়ার পর।
কপিল শর্মার সাথে জুটি বেঁধে জয়লাভ করেন তিনি। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। ‘কমেডি নাইটস উইথ কপিল’ এবং ‘দ্য কপিল শর্মা শো’তে কপিলের স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে। বর্তমানে মঞ্জু নামেই বেশি জনপ্রিয় তিনি।
অন্যদিকে তাকে বড়োপর্দাতেও দেখা গিয়েছে। ‘বরফি’ এবং ‘কিক’ সিনেমার মতোন হিট সিনেমায় কাজ করেছেন তিনি। বর্তমানে তার কেরিয়ার রীতিমতো মধ্যগগনে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয় এই অভিনেত্রী। যেখানে তার সাম্প্রতিক কয়েকটি ছবি যেন ঝড় তুলেছে।
কারণ, সেখানে তাকে দেখা গিয়েছে একেবারে বোল্ড অবতারে। কখনো সুইমিংপুলে বসে রোদ পোহাচ্ছেন আবার কখনো সমুদ্রের ধারে রোদ-চশমা পরে সেলফি তুলছেন। বিকিনি পরিহিত তার সেই ছবি উষ্ণতা বাড়িয়ে তুলেছে বহুমাত্রায়। যে কারণে সম্প্রতি চর্চায় উঠে এসেছেন তিনি।