সৌরভ গাঙ্গুলিকে দেখতে বাঁকুড়ার থেকে বেহালা হাজির সপ্তম শ্রেণীর পড়ুয়া

20240710 164027

ছোটোবেলায় সকলেই কোনো একজনকে তার আদর্শ মনে করে বড় হয়। মনে মনে স্বপ্ন দেখে বড় হয়ে সে তার মতন হবে। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে বাস্তবতার মাটিতে পড়ে অনেকেরই সেই স্বপ্ন বাস্তবায়িত হয় না। কিন্তু অনেকেই রয়েছেন হাল ছাড়েন না। তেমনই বাঁকুড়ার কোতুলপুরের বাসিন্দা সপ্তম শ্রেণীর পড়ুয়া অদ্রীশ হালদার। সে ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির বড় ভক্ত।

বড় হয়ে সে চায় সৌরভ গাঙ্গুলির মতন হতে। আর তাই সেই ভক্তির টানে রথযাত্রায় হাতখরচ পাওয়া টাকা দিয়ে সে বাঁকুড়ার কোতুলপুর থেকে একেবারে কলকাতায় সৌরভ গাঙ্গুলির বেহালার বাড়িতে এসে হাজির হয়৷ বাবা মায়ের কাছে এর আগে সে সৌরভকে দেখার আগ্রহ প্রকাশ করলেও তারা বিশেষ উৎসুক প্রকাশ করেননি৷ তাই অদ্রীশ একাই সেই স্বপ্ন সত্যি করার উদ্দেশ্যে কলকাতায় রওনা দেয়।

সোমবার দুপুরে কোতুললপুরের বাস ও ট্রেনে চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় সে। এরপর সে কলকাতা পৌঁছে সৌরভের বাড়ির অন্দরে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশের সন্দেহ হয়৷ শেষে তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় সৌরভকে দেখতে সে বাড়ি থেকে পালিয়ে এসেছে। রাতেই পুলিশ অদ্রীশের বাবাকে ফোন করে।

পুলিশের ফোন পেয়ে ওই রাতেই কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় অদ্রীশের বাবা। এরপর মঙ্গলবার সকালে বেহালা থানার পুলিশ অদ্রীশকে তার বাবার হাতে তুলে দেয়। বাড়ি ফেরার পর অদ্রীশের আক্ষেপ “সৌরভকে দেখতে পেলাম না। তবে রাতে বেহালা থানার বড়বাবু বেশ আদর করেছেন। রোল, বিরিয়ানি, কেক খাইয়েছেন।”

অদ্রীশের বাবা শিবরাম হালদার বলেন, “ছেলে সৌরভের খুব ভক্ত। আমাদের না জানিয়েই সোমবার দুপুরে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। দুপুরে অনেক খোঁজাখুঁজির পরে কোতুলপুর থানায় নিখোঁজ ডায়েরি করি। বেহালা থানার পুলিশ যে ভাবে ছেলেকে ফিরিয়ে দিল, তাতে আমি কৃতজ্ঞ।”