সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে দীর্ঘ ১২ বছরের বৈবাহিক জীবনের সমস্যার কথা একটি গল্পের মাধ্যমে তুলে ধরেছেন টলি পাড়ার জনপ্রিয় তারকা ঋষি কৌশিক। স্ত্রী-এর নাম না করেই সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন অভিনেত্রী। এদিকে তার পাল্টা জবাব দিতেও ছাড়েননি তার স্ত্রী দেবযানী চক্রবর্তী। তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, আইনি ব্যবস্থা নিতে চলেছেন তিনি।
যদিও প্রিয় অভিনেতার ব্যক্তিগত জীবন এভাবে নষ্ট হতে চলেছে দেখে অনেক অনুরাগী দুঃখ পেয়েছেন। এদিকে এসবের মধ্যে ফের সোশ্যাল মিডিয়ায় একটি অর্থবহ পোস্ট করলেন অভিনেতা ঋষি কৌশিক। একটি সংগৃহীত পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করেছেন তিনি। তার পোস্টের মূল বক্তব্য দেখে অনেকেই ভাবছেন তিনি তার স্ত্রী-কে উদ্দেশ্য করেই এমন পোস্ট করেছেন।
তিনি পোস্ট করে লিখেছেন কোনোভাবে তার বিবেক রয়ে গিয়েছে। যে শহরে সকলেই বিবেক বিসর্জন দিয়েছে সেখানে তিনি নিজের বিবেককে বোকার মতন বেচতে পারেননি৷ তার কথায়, “মাঝে মাঝে খুব খারাপ লাগে এই শহরে। একজনকে বললাম, এই খারাপ লাগার কারণ কী? বললেন, ‘বোকা ছেলে সব বিক্রি করেছ, বিবেকটা বিক্রি না করলে তো এমন হবেই।”
আরও পড়ুন,
*সিঁথিতে সিঁদুর পরা নিয়ে চাঁচাছোলা আক্রমণ ঋষি কৌশিকে, কী জানালেন মহিলারা?
তিনি লিখেছেন, “এরপর থেকে এই শহরে আমি একজন ভাল ক্রেতা খুঁজে বেড়াচ্ছি। কয়েকজনকে পেয়ে বললাম, “একটা বিবেক ছিল। খুব কমে বেচতে চাই। নেবেন ভাই?” বললেন, “মাথা খারাপ! আমরা এই মাত্রই নিজেদের বিবেকও বেচে দিয়ে এলাম”। অভিনেতার এই পোস্টে অনেকেই নানান মানে খুঁজে চলেছেন।
https://www.facebook.com/share/p/o7LEVj1Y3MzixYRQ/?mibextid=oFDknk
তবে তিনি যে তার স্ত্রী-কে উদ্দেশ্য করে এমন পোস্ট করেছেন তা অনেকেই মেনে নিয়েছেন। দীর্ঘ ১২ বছরের দাম্পত্য জীবন এখন প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে। আগমাীতে কী হতে চলেছে তাদের সম্পর্কের পরিণতি তা সময়ের অপেক্ষা।
আরও পড়ুন,
*ফুলসজ্জার খাটে অপরাজিতার দাদা-বউদি! সবুজ শাড়িতে নতুন বৌদি