টলি পাড়ার নবদম্পতি পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। গত বছরের শেষের দিকে তারা আইনি বিয়ে সারেন। এরপর পিয়ার ঠিকানা পরমের বাড়ি। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় তাদের সুখী গৃহকোণের ছবি শেয়ার করেন তারা। মাঝেমাঝে সময় পেলেই কাছেপিঠে ঘুরে আসেন। তাই এমনই কয়েকটি দিন তারা ঘুরে এলেন টাকি থেকে। পরম, পিয়া ও পরমের শাশুড়ী সময় কাটাতে হাজির হয়েছেন টাকিতে।
সেখানেই ইছামতীর তীরে গান ধরলেন পিয়া। আর সঙ্গে গিটারে সঙ্গ দিলেন পরমব্রত। আর সেই ভিডিও পোস্ট করার পর নেট দুনিয়ার সকলের মন জয় করে নিয়েছেন তারা। ইছামতী নদীর তীরে ছোট্ট একটি জায়গা হলো টাকি। সেখানেই হোটেল ভাড়া করে কয়েকদিনের জন্য ঘুরতে গিয়েছেন পরমব্রত ও পিয়া। সেখানে এক রাতে হোটেল রুমে গান ধরলেন পিয়া। সঙ্গে গিটারে ছিলেন পরম।
পিয়া সুরেলা গলায় গাইলেন ‘বাওরা মন।’ কাঠের ঘরে বসে পিয়ার কন্ঠে এই গান শুনে নেট দুনিয়ার সকলেই মুগ্ধ। ‘বাওরা মন’ গানটি ‘হাজারো খোওয়াহিশে অ্যায়সি’ ছবির গান। কালি গলায় গানটি ধরলেন পিয়া। আসল গানটিতে গলা দিয়েছেন স্বানন্দ কিরকিরে। সেই গানটি পিয়ার গলায় ভালো লাগছে শুনতে। রবিবার বিকেলে ভিডিওটি নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেন পরমব্রত।
পোস্ট করে তিনি লেখেন, “গতকাল গভীর রাতে স্ত্রীয়ের সঙ্গে একটা চটজলদি ‘জ্যাম’! ইছামতীর তীরে বসে ইচ্ছে হল।” বলাই বাহুল্য ভিডিওটি তারপর নিমেষেই ভাইরাল হয়ে গিয়েছে। পরম ও পিয়ার যুগলবন্দী সকলের মনে জায়গা করে নিয়েছে। পিয়া চক্রবর্তী এর আগে গায়ক অনুপম রায়ের স্ত্রী ছিলেন। সেইসময় অনুপম ও পিয়া একের অপরের কন্ঠ মিলিয়ে গান করেছেন।
তবে পিয়া ও পরমের যুগলবন্দী যেনো অনুরাগীদের মনে একটু বেশিই জায়গা করে নিয়েছে। গতবছরের শেষের দিকে পিয়া ও পরমব্রতর বিয়ের পর চলতি বছরের শুরুর দিকে ফের তৃতীয় বারের জন্য বিয়ে করেন অনুপম। তার স্ত্রী গানের জগতের একজন মানুষ। এদিকে কিছুদিন আগে বঙ্গ সম্মেলনে আমেরিকা গিয়েছিলেন পিয়া ও পরমব্রত। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গিয়েছে।
আরও পড়ুন,
*ফুলসজ্জার খাটে অপরাজিতার দাদা-বউদি! সবুজ শাড়িতে নতুন বৌদি