অলিম্পিক কাউন্সিল অফ এশিয়াতে সভাপতি পদে ভারতীয় রণধীর সিং

kmc 20240909 110506 6BkW8I1I4X

এবার এশিয়া-অলিম্পিক এর চার বছরের দায়িত্ব সামলাবেন রণধির সিং। এরিস অলিম্পিক পর্ব শেষ হয়ে গিয়েছে। তারপর প্যারা অলিম্পিকের ঐতিহাসিক সাফল্য পেয়েছে আমাদের ভারতীয় খেলোয়াড়রা তারা অনেক পদক জিতেছেন এই গেমে।

তার সাথেই এই ভালো খবরটি এসেছে এ খবরটি ক্রিয়া প্রেমি ভক্তদের কাছে খুবই ভালো একটি খবর।অলিম্পিক কাউন্সিল অফ এশিয়াতে সভাপতি পদে নিযুক্ত হয়েছেন রণধীর সিং। এই প্রথমবার কোন ভারতীয় বসলেন ওসিএ র সভাপতি পদে।

দিল্লিতে অনুষ্ঠিত ও সি এর 44 তম জেনারেল সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে রণধির সিং।প্রাক্তন অলিম্পিক শুটার ছিলেন এই দলের একমাত্র মনোনীত ব্যক্তি। ২০২৪ থেকে ২০২৮ সাল পর্যন্ত মেয়াদ থাকবে। ২০২১ সাল পর্যন্ত তিনি ও সি এর অজু করি সভাপতি দায়িত্ব পালন করেছিলেন।

এর আগে কুয়েতের শেখ আহমেদ আল ফাহাদ এর দায়িত্বে ছিলেন। কিন্তু তাকে ১৫ বছরের জন্য ক্রিয়া প্রশাসন থেকে নির্বাসিত করা হয়েছিল। যেদিন রণধির সিং সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিল সেদিন ৪৫ টি দেশের ক্রিয়া প্রশাসনের নেতা সেখানে উপস্থিত ছিল। সাথে সাথে ভারতের ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য ছিলেন সেখানে।

রণধির সিং এর বর্তমান বয়স ৭৭ । তিনি দীর্ঘ সময় ধরে এই ক্রিয়া বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন। আরো তো এশিয়ার বিভিন্ন ক্রিয়া ক্ষেত্রে তিনি ভালো পদে ছিলেন। এক থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য ছিলেন। তার কাকা তার পিতা সবাই এই খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন। পতাকা মহারাজের যাদবীন্দ্র সিং ভারতের হয়ে টেস্ট খেলেছিলেন। তার পিতা ভোলিন্দ্র সিং প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছিলেন।। পাঞ্জাবের পাতিয়ালের বাসিন্দা রণধির সিং।

আরও পড়ুন,
*RG Kar Cases: নির্মম ভাবে ধর্ষণ করে খুন, আরজি করের প্রতিবাদে গর্জে উঠল ২৫টি দেশের ১৩০টি শহর