বৈদ্যুতিক সাইকেল লঞ্চ করল জিও, এক চার্জে ছুটবে ৪৫ কিমি

রিলায়েন্স জিও নামটি শুনলেই টেলিকম অপারেটরের কথা মাথায় আসে। ভারতের অন্যতম বড় একটি নেটওয়ার্ক সংস্থা। জিও বাজারে প্রথম আসে একেবারে বিনামূল্যে মানুষকে সুবিধা দিতে। 4G নেটওয়ার্ক প্রথম বাজারে নিয়ে আসে জিও৷ এর পাশাপাশি একেবারে বিনামূল্যে নেটওয়ার্ক প্রদান করতে শুরু করে তারা। তবে ধীরে ধীরে বর্তমানে এই নেটওয়ার্ক যেনো বিভীষিকায় পরিণত হয়েছে। ফের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে সমস্ত টেলিকম অপারেটর সংস্থা।

তেমনই জিও এই দৌড়ে পিছিয়ে নেই। তবে জিও-এর শুধু টেলিকম অপারেটর সংস্থা নয়, রয়েছে আরও একাধিক প্রোডাক্ট। নিজস্ব ল্যাপটপ লঞ্চ করেছে জিও৷ তবে এবার বৈদ্যুতিক সাইকেল লঞ্চ করল জিও৷ প্রতিনিয়ত বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম৷ এই সময়ে পেট্রোল ও ডিজেল কিনতে গেলে ভারতীয়দের পকেটে টান পড়ছে অনেকটাই।

এর পাশাপাশি ক্ষতি হচ্ছে পরিবেশের৷ তবে এই সময়ে যদি বৈদ্যুতিক স্কুটি বা গাড়ি কেনেন তবে লাভ রয়েছে অনেকটাই। এবার জিও নিয়ে আসছে বৈদ্যুতিক সাইকেল। আর তা বাজারে নিয়ে আসছে জিও। জানা যাচ্ছে, এই সাইকেলে থাকবে চার গিয়ার যুক্ত মোটর। মোটরটি ২৫০ ওয়াটের BLDC মোটর হবে। একটি শক্তিশালী ব্যাটারি থাকবে যা মোটরটিকে শক্তি জোগাবে।

এই সাইকেলে অনায়াসে ৩০ থেকে ৩৫ কিলোমিটার গতিবেগ তোলা সম্ভব হবে। প্রতি ঘন্টায় ৫৫ কিলোমিটার গতি হবে। মাত্র ৪ থেকে ৫ ঘন্টার মধ্যে সাইকেলটি পুরোপুরি চার্জ হয়ে যাবে। পুরো চার্জ দিলে সাইকেলটি ৪০ থেকে ৫০ কিলোমিটার রাস্তা অনায়াসে চলতে পারবে। এর পাশাপাশি সাইকেলের সামনের ও পিছনের চাকাতে থাকবে ডিস্ক ব্রেক।

এছাড়া থাকবে অ্যালেন কি, স্ট্যান্ড সহ আরও একাধিক ফিচার্স। মনে করা হচ্ছে সাইকেলটির দাম হতে পারে ৩০ হাজার টাকার মধ্যে। যদিও এখনও আনুষ্ঠানিক দাম ঘোষণা করা হয়নি৷ যারা সাইকেল কিনবেন তাদের সুবিধার জন্য থাকবে ইএমআই অপশন। মাত্র ৭০০ টাকার ডাউন পেমেন্টে কিনতে পারবেন এই সাইকেল।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক