একটি বই যা বিক্রি হলো কয়েক কোটি টাকায়। বিশ্ব জুড়ে সাড়া জাগানো বইটি এবার বিক্রি হয়ে গেলো। এটি বিশ্বের একটি চর্চিত বই। বইয়ের চরিত্র অসামান্য হওয়ায় এটি গোটা বিশ্বের চর্চার কেন্দ্রবিন্দু ছিলো। এই বইটি ছাপা হয়েছে ১৮১৮ সালে। যা বিক্রি হলো ৭ কোটি ৪ লক্ষ টাকায়।
১৮১৮ সালের অনেক বই ছড়িয়ে রয়েছে বিশ্ব জুড়ে। তবে এই বইটির এত দাম হওয়ার কারণ কী? জানা যাচ্ছে, ওই বইটি মেরি শেলির লেখা। তিনি বইটি লিখেছিলেন তার ২১ বছর বয়স সময় কালে। এই বইটি আজও পৃথিবীর মানুষের কাছে সমানভাবে জনপ্রিয়।
১৮১৮ সালে প্রকাশিত হওয়া ব্রিটিশ মহিলার এই বইটি একটি মাত্র কপি সংগ্রহে ছিল। এবার সেই বইটি নিলামে উঠল। যেখানে বইটির দাম দাঁড়ায় ৭ কোটি ৪ লক্ষ টাকা। বইটি হলো ‘ফ্র্যাঙ্কেনস্টাইন: অর, দ্যা মডার্ন প্রমিথিউস’।
ফ্র্যাঙ্কেনস্টাইন চরিত্রটি বিশ্ব জুড়ে আলোচিত একটি চরিত্র। ১৮১৮ সালে প্রকাশিত হওয়া কপিগুলির মধ্যে তিনটি কপি আজও রয়ে গিয়েছে। দু’টি রয়েছে নিউইয়র্ক পাবলিক লাইব্রেরিতে। আরেেকটি ছিল ব্যক্তিগত সংগ্রহ।
এবার ব্যক্তিগত সংগ্রহে থাকা কপিটিই বিক্রি হলো। আর নিলামে ওঠা দাম শুনে চমকে যেতে হয়৷ অনেকেই দাম শুনে বিশ্বাস করতে পারছেন না।