শীত পড়ার সঙ্গে সঙ্গে ফাটছে ঠোঁট? বাড়িতেই বানিয়ে নিন এই লিপগ্লসগুলি

kmc 20241124 214727 La0afMKE67

ধীরে ধীরে শীতের আমেজ পড়ে গিয়েছে। নভেম্বরের শেষ হতে না হতেই আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করেছে। শীতকাল মানেই ত্বকের আরও একটু বেশি যত্ন নেওয়া। শীতের শুষ্ক আবহাওয়াতে ত্বক যেমন ফেটে যায় তেমনই ফাটতে থাকে ঠোঁট। অমসৃণ ঠোঁটে যতই লিপস্টিক দেওয়া হোক তা দেখতে সুন্দর লাগে না। তাই ঠোঁট মসৃণ ও সুন্দর রাখতে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যেতে পারে।

আবার যদি ঠোঁট রাঙাতে চান তাহলে ব্যবহার করতে পারেন লিপগ্লস। তবে বাজারে যে লিপগ্লস পাওয়া যায় তাতে নানানরকম রাসায়নিক থাকে। তাই কিছু ঘরোয়া উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে নিতে পারেন লিপগ্লস। এতে করে ঠোঁট থাকবে মসৃণ, কোমল ও সুন্দর।

লিপগ্লস তৈরি করার জন্য যে যে উপকরণগুলি লাগবে তা হলো – ১ টেবিল টামচ পেট্রোলিয়াম জেলি ও ২ থেকে ৩ ফোঁটা এসেনশিয়াল ওয়েল এবং আধ চামচ বেদানার রস। লিপগ্লস বানানোর জন্য প্রথমে উপকরণ তিনটি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এরপর একটি লিপগ্লসের শিশিতে ভরে শীতকালে ব্যবহার করুন।

আরেক প্রকার লিপগ্লস তৈরির জন্য উপকরণ হিসেবে নিতে হবে ১ টেবিল চামচ কোকো পাউডার, ১ টেবিল চামচ নারকেল তেল, ২ থেকে ৩ ফোঁটা এসেনশিয়াল ওয়েল। এরপর সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন এবং একটি ব্রাশের সাহায্যে ব্যবহার করুন।

তৃতীয় লিপগ্লস তৈরির উপকরণ হিসেবে নিতে হবে ১ টেবিল চামচ পেট্রোলিয়াম জেলি, সামান্য একটু গ্লিটার। এটিতে রং করতে চাইলে স্ট্রবেরি বা বিটের রস ব্যবহার করতে পারেন। এরপর সমস্ত উপকরণ মিশিয়ে ব্যবহার করুন ঠোঁটে। ধীরে ধীরে ঠোঁটের জেল্লা যেমন বাড়বে তেমনই ঠোঁট ফাটার ভয় থাকবে না।