অদ্ভুত সিঁদুরদান, কটাক্ষের শিকার জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’

এবার অদ্ভুত সিঁদুরদানের দৃশ্য দেখিয়ে তুমুল কটাক্ষের শিকার জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে।’ বর্তমান সময়ে আমরা সকলেই জানি যে বিভিন্ন ধারাবাহিকে বিভিন্ন অদ্ভুত সব দৃশ্য দেখানো হয়। আর সেগুলো নিয়ে কম কটাক্ষ হয় না সোশ্যাল মিডিয়ায়।

এর আগে এরকম একটা দৃশ্য নিয়ে চূড়ান্ত কটাক্ষের শিকার হয়েছিল ‘রোশনাই’ ধারাবাহিকটি। এবার সেই তালিকায় যোগ হয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে।’ এবার হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে সেখানে এমন কী দৃশ্য দেখানো হয়? ধারাবাহিকের নায়িকা শ্যামলীর বিয়ে হয়েছে অনিকেতের সাথে।

তবে প্রথম থেকেই মন্দার নামক খলনায়ক তাকে জোর করে বিয়ে করতে চায়। এমনকি তাকে বিয়েও করে ফেলেছে সে। কিন্তু এই বিয়ে যে নকল তাই জানায় শ্যামলী। কারণ, সে অনিকেতের দেওয়া সিঁদুরের ওপর ব্যান্ডেজ বেঁধে নকল চুল লাগিয়ে মন্দারের দেওয়ার সিঁদুর পরেছিল।

ফলে এই বিয়েও যে নকল সেটাই সকলকে বলে সে এবং তার নকল চুলকে খুলে সেটি প্রমাণ করে। যা দেখার পর অনিকেত একদিকে যেমন অবাক হয় পাশাপাশি খুশিও হয়। তবে এই দৃশ্য দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা। একজন বলেছেন, ‘বাহ এটা দেখার জন্যই অপেক্ষা করছিলাম। ‘

আরেকজন লিখেছেন, ‘বেঁচে থাকলে যে আর কী কী দেখতে হবে কে জানে!’ কারো মতে তিনি এই দৃশ্য দেখার পর জ্ঞান হারিয়ে ফেলবেন। শুধু তাই নয় একজন আরো লেখেন, ‘বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে? এই টেকনিক এপ্লাই করুন। তারপর প্রেমিকের সাথে আবার পালিয়ে গিয়ে সত্যিই বিয়ে করুন।’