কোন দেশের তহবিলে রয়েছে কতটা সোনা? ভারতের স্থান কততম? সমীক্ষা প্রকাশ করল ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল

গোটা পৃথিবী জুড়ে যে ধাতুগুলির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় তার মধ্যে অন্যতম হলো সোনা। এবার বিশ্বের বিভিন্ন দেশ সোনা জমাতে শুরু করেছে। আর তার মধ্যে রয়েছে ভারত। বর্তমানে বিশ্ববাজারে সোনার ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির কারণে তা জমানোর প্রবণতা বেশ কয়েক দশক ধরে বেড়েই চলেছে। সোনার উপর আস্থা রাখছে সাধারণ মানুষ থেকে রাষ্ট্র। এটি এমন একটি ধাতু যা ভবিষ্যতে আরও মূল্যবান হয়ে উঠতে পারে।

সোনা মনুষ্য সমাজে বাণিজ্যে মন্দা, মূল্যবৃদ্ধি, অর্থনৈতিক অনিশ্চয়তা, যুদ্ধ-সংঘাত, স্থানীয় মুদ্রার অবমূল্যায়নের মতো রাষ্ট্র-সঙ্কটে সোনাকে নিরাপদ বিনিয়োগ বলে ধরা হয়। এর পাশাপাশি একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার উপর সোনার গুরুত্ব অপরিসীম। আর তাই এবার বিশ্বের বিভিন্ন দেশ সোনা জমাতে শুরু করেছে। এর পাশাপাশি সোনা যদি জমানো থাকে তবে দেশের অচলাবস্থা কাটাতে পারে একমাত্র এই ধাতু।

তাই বিশ্বের বিভিন্ন দেশ টন টন সোনা জমাচ্ছে। সেই তালিকাতে রয়েছে ভারতও। ভারত চাইছে সোনা জমিয়ে আগামী দিনে আন্তর্জাতিক বাজারে বাণিজ্যের পথকে আরও মসৃণ করতে। তেমনই বিশ্বের বাকি দেশগুলিতেও এমন ধারা লক্ষ্য করা গিয়েছে। সম্প্রতি কোন দেশের তহবিলে কত সোনা রয়েছে তার একটি তালিকা প্রকাশ করল ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল।

সোনা মজুত করার তালিকায় একেবারে প্রথমে নাম রয়েছে আমেরিকার। তাদের কেন্দ্রীয় ব্যাঙ্কে মজুত রয়েছে ৮১৩৩.২৬ টন সোনা। যা তার মোট বৈদেশিক মুদ্রা তহবিলের ৭৪ শতাংশেদাঁড়িয়েছে সমান। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সমীক্ষা অনুসারে, আমেরিকার কাছে যে পরিমাণ সোনা রয়েছে তা ফ্রান্স, ইতালি ও জার্মানির মোট সোনার প্রায় সমান।

তালিকায় আমেরিকার পরে রয়েছে জার্মানি। তাদের কেন্দ্রীয় ব্যাঙ্কে রয়েছে ৩৩৫৯.১ টন সোনা। বৈদেশিক তহবিলের প্রায় ৭৩ শতাংশ সোনা রয়েছে জার্মানির। তাদের বেশিরভাগ সোনা মজুত রয়েছে নিউ ইয়র্ক, লন্ডন ও ফ্রাঙ্কফুর্টে। এরপরেই রয়েছে ইতালি। তাদের তহবিলে রয়েছে ২৪৫১.৮ মেট্রিক টন সোনা। এই সোনা রয়েছে ইতালির কেন্দ্রীয় ব্যাঙ্ক ‘ব্যাঙ্ক ডি ইতালিয়া’-তে।

সোনা মজুত রাখার নিরিখে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। তাদের সোনার ভান্ডারে রয়েছে ২৪৬৩ টন সোনা। তাদের এই বিপুল সোনা জমা রয়েছে ‘ব্যাঙ্ক ডি ফ্রান্স’ নামক প্যারিসের সদর দফতরে। এরপর পঞ্চম স্থানে রয়েছে চিন। তাদের তহবিলে রয়েছে ২২৬৪ টন সোনা৷ ষষ্ঠ স্থানে রয়েছে সুইজারল্যান্ড। তাদের তহবিলে রয়েছে ১০৩৯ টন সোনা৷

এরপর সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে ভারত। ভারতের তহবিলে রয়েছে ৮৫৮.৩ টন সোনা। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল জানিয়েছে, চলতি বছরের অক্টোবরে সারা বিশ্বের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি যে পরিমাণ সোনা কিনেছিল তার ৪৮ শতাংশই ছিল ভারতীয় কেন্দ্রীয় ব্যাঙ্কের। ভারতের পরে আট নম্বরে রয়েছে জাপান। এবং নয় ও দশ নম্বরে রয়েছে যথাক্রমে নেদারল্যান্ডস ও তুরস্ক।

error: Content is protected !!