Bhojpuri: ‘..তোহার জওয়ানি’ সুপারহিট গানে ভরপুর রোমান্স রানী-রবির

Bhojpuri: '..Tohar Jawani' Superhit song full of romance Rani-Rabi

Bhojpuri: আরো একবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো একটি জনপ্রিয় ভোজপুরী গানের ভিডিও। যেটি দেখার পর রীতিমতো ঝড় উঠেছে দর্শকদের মনে। আমরা সকলেই জানি যে প্রথমদিকে ভোজপুরী সিনেমা শুধুমাত্র কয়েকটি রাজ্যেই জনপ্রিয় ছিল।

তবে ধীরে ধীরে গোটা ভারতবর্ষ জুড়েই তাদের খ্যাতি ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যেই আমাদের সামনে উঠে এসেছেন ভোজপুরী ইন্ডাস্ট্রির একাধিক তারকারা। যে তালিকায় রয়েছেন খেসারি লাল যাদব, দীনেশ লাল যাদব, পবন সিং থেকে শুরু করে আম্রপালি, মোনালিসা, অক্ষরা প্রমুখ।

বিশেষ করে তাদের ইন্ডাস্ট্রির গানগুলি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। মাঝেমধ্যেই ইউটিউবে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ভোজপুরী গানের কিছু দৃশ্য ভাইরাল হয়ে যায়। সেরকমই একটি গানের দৃশ্য সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

‘আগ লাগু বাজার পরো তোহার জওয়ানি’ নামক এই গানটিতে রোমান্স করতে দেখা গিয়েছে জনপ্রিয় অভিনেতা রবি কিষাণ এবং অভিনেত্রী রানী চ্যাটার্জীকে। ভীষণই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছে তাদের। যেখানে তাদের রসায়ন ছিল চোখে পড়ার মতোন।

তবে আপনাকে জানিয়ে রাখা ভালো এই গানের মূল সিনেমাটি কিন্তু সাম্প্রতিক নয়। সেটি ২০১২ সালে মুক্তি পেয়েছিল। তবে আজও তার জনপ্রিয়তা বজায় রয়েছে দর্শকদের কাছে। অন্যদিকে মাঝেমধ্যেই এরকম বিভিন্ন ভিডিও উঠে আসে সোশ্যাল মিডিয়ায়। সেগুলিও নিমেষে ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন,
*Bhojpuri: ভেজা শরীরে মোহময়ী মোনালিসা, দেখে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্দান্ত রোম্যান্স করলেন পবন সিং
*Bhojpuri Video: শোয়ার ঘরে মনালিসার সঙ্গে ফুল মুডে পবন সিং, ভিডিও দেখলে রাতের ঘুম উড়তে বাধ্য