CBSE 10th topper 2024

CBSE দশমে ৫০০-তে ৫০০! দেশের সেরা সোনারপুরের সব্যসাচী

এবার মেধাতালিকায় দেশের মধ্যে রয়েছে রাজ্যের নাম। CBSE বোর্ডের মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে সম্প্রতি।

1715600256 cbse 10th topper2

আর এই পরীক্ষায় নজরকাড়া সাফল্য পেয়েছে রাজ্যের এক পড়ুয়া। বেস্ট অফ ফাইভে ১০০-তে ১০০ পেয়ে চমক লাগিয়ে দিয়েছে সে।

CBSE 10th topper 2024
CBSE দশমে ৫০০-তে ৫০০! দেশের সেরা সোনারপুরের সব্যসাচী

সে বিডিএম ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র সব্যসাচী লস্কর। তার এই সাফল্যে খুশি সকলে। তার পরিবার সহ স্কুলে খুশির হাওয়া।

আরও পড়ুন,
*CBSE দ্বাদশে ৫০০ মধ্যে ৪৯৪ পেলেন সাগরিকা!
*Kangana Ranaut: ৬.৭কেজি সোনার গয়না, মোট কত সম্পত্তির মালিক কঙ্গনা