ধীরে ধীরে বঙ্গে প্রবেশ করেছে বর্ষা। বর্ষা মানেই চারিদিকে জলে থইথই। এইসময় মাছির উপদ্রব অনেকটাই বেড়ে যায়। এর পাশাপাশি অনেক কীটপতঙ্গের আবির্ভাব হয়। এইসময় কী করলে পোকামাকড় ও মাছির উপদ্রব থেকে মুক্তি পাওয়া যাবে তা অনেকেই ভেবে পান না৷ তাই আজকের প্রতিবেদনে রইল এই সমস্যার ঘরোয়া সমাধান।
যদি ঘরের মেঝেতে মাছি বা অন্যান্য কীটপতঙ্গ বসে তবে মেঝেতে লেবু ও নুন মিশিয়ে মেঝে পরিষ্কার করে নিন।
ঘর মোছার জলে এক কাপ সাবান মিশিয়ে ঘর মুছতে পারেন। এরফলে কীটপতঙ্গ দূর হয়ে যায়।
ভিনিগার পোকামাকড় তাড়ানোর জন্য বেশ উপকারী একটি উপাদান। তাই বোতলে ভিনিগার নিয়ে সেটি ঘরের আনাচে-কানাচে ছড়িয়ে দিন। এরফলে পোকামাকড় যা ছিল সব চলে যাবে।
ঘর মোছার জলে এক কাপ বেকিং সোডা ও সম পরিমাণ ভিনিগার দিয়ে ঘর মুছলেও ঘরের মেঝে হয় ঝকঝকে ও মেঝেতে কীটপতঙ্গ বসে না৷
নিয়মিত ডেটল দিয়ে ঘর মুছতে পারেন। এর ফলে ঘরে কোনো পোকামাকড় বসবে না৷
পোকামাকড় তাড়ানোর জন্য ন্যাপথলিন একটি দারুণ কার্যকরী উপাদান। ঘর মোছার জলে গোটা ন্যাপথলিন গুঁড়ো করে মিশিয়ে তা দিয়ে ঘর মুছুন।
এর পাশাপাশি তারপিন তেল মশা ও মাছি তাড়াতে কার্যকরী। তা দিয়ে ঘর মুছলেও ঘরে থাকে জীবাণুমুক্ত।