প্যারাসিটামল, প্যান-ডি সহ আরও ৫১ জনপ্রিয় ওষুধ গুণমান পরীক্ষায় ব্যর্থ

আপনারা হয়তো জেনে থাকবেন, প্রত্যেক মাসেই সিডিএসসিও অথবা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ডস কন্ট্রোল অর্গানাইজেশন বিভিন্ন ওষুধের গুনমান পরীক্ষা করেন। তারা পরীক্ষা করার পরে জানিয়েছেন, ৫৩ রকমের ওষুধের গুণমান অনেক কম রয়েছে। এই ৫৩ টি ওষুধের মধ্যে রয়েছে খুবই পরিচিত ওষুধ। এই ওষুধগুলোর মধ্যে রয়েছে ক্লাভাম ৬২৫, প্যানডি, প্যারাসিটামল সহ অনেক নামিদামি অ্যান্টিবায়োটিক ঔষধ ও হজমের ওষুধ। শুধুমাত্র এগুলোই নয়, রয়েছে ভিটামিন ডি থ্রি সাপ্লিমেন্ট ও পরিচিত ক্যালসিয়াম ওষুধ এবং রক্তচাপ নিয়ন্ত্রণ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণের ওষুধ।

সিডিএসসিও থেকে জানা গেছে, ঔষধের গুণমান সঠিক রয়েছে কিনা তা পরীক্ষা করার বেশ কিছু নিয়ম রয়েছে। সেই গুনমান পরীক্ষায় ‘নট অফ স্ট্যান্ডার্ডস কোয়ালিটি’ এর মধ্যে রয়েছে ৫৩ টি পরিচিত ওষুধ। এই ৫৩ টি ওষুধের তালিকায় রয়েছে, অ্যান্টাসিড, ক্যালসিয়াম ভিটামিন ডিথ্রি,প্যান-ডি, প্যারাসিটামল ৫০০, টেলমিসার্টান, গ্লিমেপিরাইড সহ আরো প্রচুর জনপ্রিয় ওষুধগুলো।

বিভিন্ন নামকরা ওষুধ প্রস্তুতকারী সংস্থা থেকে যেসব ওষুধগুলো প্রস্তুত হয় সেই ওষুধও এই ৫৩ টি ওষুধের তালিকায় রয়েছে। কলকাতার অ‌্যা‌লকেম হেলথ সায়েন্সেস এর পরিচিত ওষুধ ক্ল‌্যাভাম ও প‌্যান-ডিও ডাহা ফেল করেছে এই পরীক্ষায়। এছাড়া রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান অ্যান্টিবায়োটিকস লিমিটেডের ওষুধও ব্যর্থ হয়েছে এই পরীক্ষায়।

এত নামিদামি ওষুধ এই পরীক্ষায় পাস না করতে পারায়, প্রশ্ন উঠে আসছে যে কিভাবে বড় বড় ওষুধ প্রস্তুতকারী সংস্থার ওষুধগুলি গুণমান পরীক্ষায় ব্যর্থ হল। প্রতি উত্তরে প্রস্তুতকারী সংস্থা জানিয়েছেন, যে সমস্ত ওষুধগুলি গুনমান বজায় রাখতে ব্যর্থ হয়েছেন সেগুলোতে একেবারেই কম দামি কাঁচামাল ব্যবহার করা হয়নি।

তাদের দাবি, যেসব ওষুধ গুণমান পরীক্ষায় ফেল করেছে সেগুলো তাদের তৈরি ওষুধই নয়। তাদের সংস্থার বদনাম করার জন্য ইচ্ছে করে কম দামি কাঁচামাল ব্যবহার করে ওষুধ প্রস্তুত করে তাদের বিরুদ্ধে কারসাজি করা হয়েছে। ওষুধ প্রস্তুতকারী সংস্থা এই বিষয়ে তদন্ত করার দাবি জানিয়েছেন।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক