বাগানে লাগান এই গাছ, বাড়ির ত্রিসীমানায় মশা আসবে না

বর্ষাকাল মানেই মশার উৎপাত। মশার উৎপাত কমানোর জন্য অনেকেই অনেককিছু ব্যবহার করেন। তবে সবসময় তার ফলপ্রসূ হয় না। এই কারণে মশার জ্বালাতন থেকে রেহাই মেলে না সহজে। আবার মশার কামড়ে ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মশার জ্বালাতন থেকে রেহাই পেতে বাড়িতে লাগান একটি গাছ। এই গাছটি মশার নিরোধক হিসেবে কাজ করে।

তবে এটি শুধু বর্ষাকালে নয়, সব ঋতুতে এটি দারুণ কাজ করে। এই গাছটি বাড়িতে তাকলে কোনোরকম পোকামাকড় বাড়িতে থাকবে না। এই গাছটি হলো লেমন বাম। এটি পুদিনা গাছের পরিবারের সদস্য। এটি একটি শাস্তিদায়ক ভেষজ গাছ হিসেবে পরিচিত। এই গাছটি আগেরকার দিনে স্ট্রেস ও উদ্বেগ কমাতে, ঘুমের উন্নতি, ক্ষুধা উন্নত করতে ও অস্বস্তি কমাতে ব্যবহার করা হত।

এই গাছটি আমেরিকা, ব্রিটেন সহ সমস্ত দেশেই দেখা মেলে। এই গাছটি লেমন বাম, বি বালাম, কিউর অল, ড্পসি প্ল্যান্ট, হানি প্ল্যান্ট, মেলিসা, মেলিসা ফোলিয়াম, মেলিসা অফিসিয়ালিস, সুইট বাম ও সুইট মেরি নামে পরিচিত। তবে এটি ভারতে লেমন বাম নামে পরিচিত। এই গাছের পাতা ঘষলে লেবুর মতন গন্ধ হয়।

এই গাছের গন্ধ ব্যক্টেরিয়া দূর করার ক্ষমতা রাখে। যদি গুরুতর সংক্রমণ হয় তবেও এই গাছ উপকারী। এই গাছের পাতাকে ভেষজ চায়ের মতন পান করা যায়। এর পাশাপাশি নানান ওষুধ হিসেবে কাজে দেয় এই পাতার রস। পেট পরিষ্কার করতে এই পাতার রস খাওয়া উপকারী।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক