শুক্রবার চাষের সুবিধার জন্য কয়েকজন মহিলা শ্রমিক মাটি খুঁড়ছিলেন। প্রায় চার ফুট মাটি খোঁড়ার পর চমকে ওঠেন সকল শ্রমিক। মাটি কাটতে গেলে ভারী ধাতুর আওয়াজ পান তারা। আর এরপরই সকলে কৌতুহলবসত মাটি সরান।
মাটি সরাতেই দেখা মেলে চকচকে ধাতু। সেটি আর কোনো ধাতু নয়, সেটি হলো রূপো ও সোনা। এর সঙ্গে কয়েকটি প্রাচীন মুদ্রাও ছিল তার সঙ্গে। এই ঘটনাটি ঘটেছে শুক্রবার। কেরলের কান্নুর জেলায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, চাষের জন্য বৃষ্টির জল ধরে রাখার জন্য মাটি খুঁড়ছিলেন একদল মহিলা শ্রমিক।
গর্ত খুঁড়তে গিয়ে একটি অদ্ভুত রকমের ধাতব পাত্র তারা দেখতে পান। প্রথম তারা ভয় পেয়ে যান। সকলেই মনে করতে থাকেন সেটি ল্যান্ডমাইন কিনা। আর এই খবর গোটা এলাকায় ছড়িয়ে পড়ে। সকলেই সেখানে জড়ো হয়৷ খবর পুলিশ পর্যন্ত পৌঁছে যায়।
শেষে সেখানে পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দল হাজির হয়। যদিও সেই পাত্রটিকে ল্যান্ডমাইন ভেবে আতঙ্কিত হয়ে পড়েছিলেন চাষীরা। কিন্তু বোমা নিষ্ক্রিয়কারী দল সেই পাত্রটি উদ্ধার করার পর দেখা যায় সেটি একটি বিভিন্ন দামী ধাতু দ্বারা পূর্ণ একটি পাত্র।
ওই পাত্রের মধ্যে রয়েছে সোনা, রূপো সহ প্রাচীন কিছু মুদ্রা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই পাত্র থেকে উদ্ধার হয়েছে ১৩টি সোনার লকেট, ১৭টি মুক্তোর মালা, চারটি বড় সোনার নেকলেস, সোনার আংটি, কানের দুল সহ প্রচুর রূপোর কয়েন। সমস্ত জিনিস পুলিশ নিজের হেফাজতে নেয় ও তারপর ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ সেগুলি নিয়ে যায়।