যেমনি লুক তেমনি ফিচার্স, সঙ্গে 5000 mAh ব্যাটারী, বাজার কাঁপাচ্ছে ৭০০০ টাকার এই স্মার্টফোন

20240706 061537

বর্তমান সময়ে স্মার্টফোনের রমরমা ক্রমাগত বেড়েই চলেছে। নিত্যদিন নিত্যনতুন ফিচারযুক্ত স্মার্টফোন লঞ্চ করছে বিভিন্ন সংস্থাগুলি। ফলস্বরূপ স্মার্টফোনের দাম এখন হাতের নাগালের মধ্যেই। সম্প্রতি সেরকমই একটি স্মার্টফোন লঞ্চ করেছে জনপ্রিয় সংস্থা ‘রেডমি’। ‘Redmi A3X’ নামক এই ফোন কিনে ফেলতে পারবেন মাত্র 7000 টাকাতেই। ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনে গিয়ে আপনি ফোনটি কিনতে পারেন।

Redmi A3X’ এর ফিচার্স

এতে রয়েছে 6.71 ইঞ্চির এইচডি ডিসপ্লে। এই ফোনে পাবেন 90 হার্জের ডিসপ্লে।

এই ফোনটিতে থাকছে Unisoc T603 প্রসেসর। যা মূলত একটি অক্টাকোর প্রসেসর। যার ক্লক স্পীড 1.8GHz।

ফোনটিতে রয়েছে 8 মেগা পিক্সেল রিয়ার ক্যামেরা ও 5 মেগা পিক্সেলের সেল্ফি ক্যামেরা। দুটি ক্যামেরাতেই AI ফিচার্স থাকবে।

পাওয়ার ব্যাকআপ সামলাতে রয়েছে 5000 mAh এর ব্যাটারী। চার্জ দেওয়ার জন্য পাবেন 10W চার্জার।

থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও AI ফেস আনলক।

এটি আপনি দুটি স্টোরেজ অপশনে পাবেন। 3GB Ram + 64GB স্টোরেজ, অন্যটি 4GB Ram + 128GB স্টোরেজ।

দাম: 3GB Ram + 64GB স্টোরেজ অপশনের দাম পড়বে 7000 টাকা। আর আপনি যদি 4GB RAM+128 GB স্টোরেজ ভার্সনটি নিতে চান তাহলে একটু বেশি দাম পড়তে পারে।