RG Kar Case: ধর্ষণের প্রতিবাতে শঙ্খধ্বনিতে ভরিয়ে তোলার ডাক অভিনেত্রী স্বস্তিকার

kmc 20240814 190051 cyssFCiw8i 1

RG Kar Case: বুধবার যারা রাতের দখল নিতে রাস্তায় নামতে পারবেন না তাদের জন্য উপায় বাতলে দিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। জানালেন যদি কেউ সেদিন রাজপথে নামতে না পারেন এভাবেই বাড়িতে বসে প্রতিবাদে সামিল হোন। আর.জি কর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্যবাসী।

বারবার উঠে আসছে নারী নিরাপত্তার প্রশ্ন। যদি কোনো নারী কর্মস্থলেও সুরক্ষিত না থাকেন তাহলে রাস্তাঘাটে তাদের কী অবস্থা হতে পারে সেই আশঙ্কাই জাপটে ধরেছে সকলকে। এই ঘৃণ্য অপরাধের প্রতিবাদে ১৪ই আগস্ট রাত এগারো’টার পর রাত্রি দখল নেওয়ার আহ্বান জানানো হয়েছে মহিলাদের।

স্বস্তিকা নিজেও সেদিন রাস্তায় নামবেন। তবে যারা উপস্থিত থাকতে পারবেন না তাদের জন্য একটি পোস্ট করে তিনি লেখেন, ‘মেয়েরা রাতের দখল নাও শঙ্খধ্বনিতে শহর ভরিয়ে দাও। যারা আসতে পারবেন না, এভাবে সঙ্গে থাকুন।’ শারীরিকভাবে উপস্থিত না থাকতে পারলেও এভাবেই পাশে থাকার কাজে জানিয়েছেন।

বরাবরই স্পষ্ট বক্তা হিসেবে পরিচিত স্বস্তিকা। নিজের মনের কথা সকলের সামনে তুলে ধরতে কখনো পিছপা হন না তিনি। আর.জি কর কাণ্ডের বিষয়ে জানিয়েছিলেন, ‘ভাষা নেই নিন্দের। এই দোষীদের অন্তত সাজা হোক। এইবার আর মেয়েটার দোষ, সে ভুলভাবে ভুল সময়ে ভুল জায়গায় ছিল বলে তার দিকে আঙুল তুলবো না। একটা হাসপাতালেও মেয়েরা নিরাপদ নয় ? যাবো কোথায়?’

অন্যদিকে মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লেখেন কোনটা ঠিক কোনটা ভুল সেই নিয়েই শুনতে হয়েছে সকল মহিলাদের। তিনি প্রতিবাদ করতে গেলে তাকে শুধু পুরুষরা নন মহিলারাও গালাগালি দিয়েছেন। তবে তার মতে নিরাপত্তা আদায় করে নেওয়াটা মহিলাদের কাজ নয় বরং প্রাপ্য।

*RG Kar Case: ‘আমার মেয়ে বসনহীন হাসপাতালে’, প্রতিবাদে কবিতা শোনালেন ‘মহানায়ক’ নচিকেতা, রইলো ভিডিও