ম্যাট্রিমনিয়াল সাইট থেকে আলাপ হয় তাদের দু’জনের। আলাপের পর বাগদানের তারিখও ঠিক হয়। কিন্তু এরপরই ভেস্তে যায় সবকিছু। কারণ পাত্র কম টাকা রোজগার করেন৷ আর এটিই মেনে নিতে পারেনি পাত্রীপক্ষ। যদিও জল অতদূর না গড়ালেও বাগদানের তারিখ ঠিক হয় এবং তারপরই সব ভেস্তে যায়। সোশ্যাল হ্যান্ডেল এক্স-এ এমন বেশ কিছু স্ক্রিনশট ভাইরাল হয়েছে। আর সেখানে অসংখ্য নেট দুনিয়ার মানুষ ক্ষোভ উগড়ে দিয়েছেন ওই তরুণী ও তার মায়ের প্রতি।
‘কিশ সিফ’ নামক এক্স হ্যান্ডেল থেকে স্ক্রিনশট পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ওই তরুণকে তরুণী তাড়াতাড়ি বিয়ে করার জন্য জোর করতে থাকেন। যদিও তরুণ এতটাও তাড়াতাড়ি বিয়ে করতে রাজি ছিলেন না। তিনি চাইছিলেন একে অপরকে আরও একটু জানাশোনা হোক এবং চিনুক। এরপর তারা বিয়ের জন্য এগোতে পারে। কিন্তু ওই তরুণী জোর করতে থাকেন। এরপর তরুণীর পরিবার বিয়ের তাড়া থাকায় বাগদান পর্বের দিনক্ষণ ঠিক করে ফেলার প্রস্তুতি নেন।
নতুন সংসার শুরু করার জন্য দু’জনই উৎসাহিত ছিলেন। আংটি বদল অনুষ্ঠানের তারিখ থেকে শুরু করে বিয়ের কার্ডে নকশা নিয়ে আলোচনা করার জন্য দেখা করতে চেয়েছিলেন দু’জনে। কিন্তু তার আগেই লাগল দুই পক্ষের ঝগড়া৷ তরুণী ঝগড়া শুরু করেন এবং তার পাশাপাশি তার মা হুমকি দিতে থাকেন তরুণকে। তরুণী ওই তরুণকে জোর করার সময় তরুণ জানান, “আমাদের দু’জনেরই দ্বিতীয় বিয়ে। একে অপরকে চেনার জন্য আমাদের আরও একটু সময় দেওয়া প্রয়োজন।”
কিন্তু তরুণী জানান, তিনি বিয়ের জন্য অপেক্ষা করতে পারবেন না। যদি তরুণ তাড়াতাড়ি বিয়ে না করতে পারেন তাহলে তিনি অন্য জায়গায় সম্বন্ধ খুঁজে নেবেন। এরপর তরুণ বাগদানে রাজি হলেও তিনি জানান, “ওয়েবসাইটে আমার প্রোফাইল তৈরির সময় টাইপ করতে গিয়ে একটা ছোট্ট ভুল হয়ে গিয়েছে।” এরপর তরুণ বলেন, তার বার্ষিক আয় ৩০ লক্ষ টাকা নয়, ৩ লক্ষ টাকা। একটা শূন্য বেশি পড়ে গিয়েছে বলে জানান তরুণ। আর এরপরই বেজায় চটে যান তরুণী।
এরপরই তরুণকে অকথ্য ভাষায় গালাগাল করেন তরুণী। বিয়ে ভেঙে দেন তিনি। এরপর তরুণীর মা হুমকি দিতে থাকেন। তরুণী মা তরুণকে বলেন, তাকে তিনি আদালতে পর্যন্ত টেনে নিয়ে যাবেন। তরুণের পুরো পরিবারের নামে পুলিশ অভিযোগ করার কথাও জানান তিনি। তরুণ এরপর বলেন, তিনি মজা করছিলেন। তিনি বছরে ৩০ লক্ষ টাকাই উপার্জন করেন। এর আগে তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন। বর্তমানে তিনি আইনজীবী। তাই ওই তরুণীর মাকে পাল্টা তরুণ বলেন, তিনিও একজন আইনজীবী এবং আইন সম্পর্কে তার ভালো জ্ঞান রয়েছে। তাই তাকে ভয় দেখিয়ে লাভ নেই।
𝗦𝗵𝗲 𝘄𝗮𝘀 𝗻𝗶𝗰𝗲 𝗮𝗹𝗹 𝘁𝗵𝗲𝘀𝗲 𝗱𝗮𝘆𝘀 𝘂𝗻𝘁𝗶𝗹 𝗜 𝗽𝗼𝗶𝗻𝘁𝗲𝗱 𝗼𝘂𝘁 𝗺𝘆 𝘁𝘆𝗽𝗼 𝗲𝗿𝗿𝗼𝗿 🤔 pic.twitter.com/K4TDGPrqm3
— Kish SIFF (@KishSiff) October 26, 2024
এরপর সোশ্যাল মিডিয়ায় কথোপকথনের সমস্ত স্ক্রিনশট পোস্ট করে দেন তরুণ। ওই তরুণ জানান, প্রাক্তন জামাইকে ফাঁসিয়ে ৮০ লক্ষ টাকা ক্ষতিপূরণ নিয়েছিলেন তরুণীর মা। তরুণের এক্স হ্যান্ডেলের পোস্ট দেখে সকলের মন্তব্য, ওই তরুণী তরুণকে বিয়ে করতে চেয়েছিলেন নাকি তার টাকাকে?