রোহিত শর্মাই যোগ্য এই সম্মানের! ভারতীয় দলের অধিনায়কের জন্য চেয়ার ছাড়লেন KKR ক্যাপ্টেন, রইলো ভিডিও

20240822 234116 lAVV7jpi8R

জাতীয় দলের অধিনায়ককে কীভাবে সম্মান দিতে হয় তা বুঝিয়ে দিলেন ‘কলকাতা নাইট রাইডার্স’এর অধিনায়ক শ্রেয়স আইয়ার। নিজের চেয়ার ছেড়ে দিয়ে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে বসতে দিলেন তিনি। যে ভিডিও এখন তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সকলেই তার প্রশংসায় পঞ্চমুখ।

একটা মানুষ কতটা সাধারণ হতে পারেন তা রোহিত শর্মাকে দেখেই বোঝা যায়। তাইতো নিজেকে সবসময় দলের পেছনে রাখতেই পছন্দ করেন তিনি। সেরকমই একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সতীর্থদের সাথে। যেখানে দেখা যায় শ্রেয়স একদম প্রথমের সারিতে বসেছিলেন।

এরপর রোহিত যখন সেখানে উপস্থিত হন তখন সামনে বসার জায়গা না পেয়ে পেছনের সারিতেই বসতে যাচ্ছিলেন। তবে এই ঘটনা নজরে আসতেই শ্রেয়স নিজের চেয়ার ছেড়ে দেন রোহিতকে। যে ঘটনা দেখার পর সকলের মুখে একটাই কথা কীভাবে সিনিয়রদের সম্মান দিতে হয় তা ভালোভাবেই জানেন শ্রেয়স।

অন্যদিকে ক্রিকেট রেটিংস অ্যাওয়ার্ডে বর্ষসেরা আন্তর্জাতিক ক্রিকেটার হয়েছেন রোহিত। সেই মঞ্চ থেকে তিনি বলেন, ‘পরিসংখ্যান, ফলাফল এসব নিয়ে বেশি ভাবনাচিন্তা না করে এই দলকে রূপান্তর করা আমার স্বপ্ন ছিল। দলে আমরা এমন একটা পরিবেশ তৈরি করতে চেয়েছিলাম যেখানে সকলে অবাধে খুব বেশি ভাবনাচিন্তা না করে নিজেদের প্রকাশ করতে পারে।’

আরও বলেন, ‘ আমি তিনজন স্তম্ভের কাছ থেকে অনেক সাহায্য পেয়েছি। যারা হলেন রাহুল দ্রাবিড় মহাশয়, নির্বাচক চেয়ারম্যান অজিত আগারকার এবং জয় শাহ। যেটা আমাকে করতে হয়েছিল সেটা আমার কাছে রীতিমতো চ্যালেঞ্জের ছিল। তাছাড়া ক্রিকেটারদের কথাও না ভাবলে চলবে না যারা বিভিন্ন সময়ে এসে দলকে সাফল্য অর্জনে সাহায্য করেছিল।’

আরও পড়ুন,
*অশ্লীল কথা বলে প্রতিবাদ থামানো যাবে না! গর্জে উঠলেন মিমি চক্রবর্তী