গত বছরের শেষের দিকে বিবাহবিচ্ছেদ হয় টলি পাড়ার এক জনপ্রিয় দম্পতি জিতু কামাল ও নবনীতার। গত ১৭ই নভেম্বর আইনিভাবে তারা আলাদা হয়ে যান। যদিও তারা অনেক আগে থেকেই আলাদা থাকতে শুরু করেন। এভাবেই তাদের দু’জনের পথ আলাদা হয়ে গিয়েছে। বর্তমানে দু’জনেই নিজের জীবনে ব্যস্ত। তবে সম্প্রতি জিতুর একটি সোশ্যাল হ্যান্ডেলের ছবি যা শোরগোল ফেলে দিয়েছে চারিদিকে।
এই স্টোরিতে লেখা রয়েছে, “আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছি ২৫শে মার্চ। অপ্রত্যাশিতভাবে আমার পরিবার এতে খুশি, আমিও তাই।” এই স্টোরি পোস্ট করার পর স্বভাবতই সকলেই জিতুর সেই প্রেমিকা সম্বন্ধে জানতে আগ্রহী হয়েছেন। কে সেই পাত্রী? এই বিষয়ে জিতুর প্রাক্তন স্ত্রী নবনীতাই বা কি বলছেন? এই বিষয়ে জানতে উদগ্রীব হয়েছিল সকলেই।
এরপর জিতু ফের স্টোরি পোস্ট করে জানান, “আমি এই পোস্টটা একজনের থেকে চুরি করেছি। কারণ আমি বসে বসে বোর হচ্ছিলাম।” অর্থাৎ সকলকে চমক দিতেই জিতু এই পোস্ট করেছেন। জিতু আরও বলেন, “আমি জানি শেষ পর্যন্ত এই পোস্ট কেউই পড়বেন না।” এই বিষয়ে জিতুর প্রাক্তন স্ত্রী-এর সঙ্গে যোগাযোগ করা হয়।
তিনি জানান, গতবছরের নভেম্বর মাসের ১৭ তারিখ বিবাহবিচ্ছেদ হয় তাদের। জিতু নাকি মজা করে পোস্ট করেছে। নবনীতা জানান তাকে অনেক আগেই জিতু সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে দিয়েছেন। তাই তিনি জিতুর কোনোরকম কার্যকলাপ সম্বন্ধে অবগত নন। তবে মিডিয়ার মাধ্যমে তিনি খবর পেয়েছেন। নবনীতা আরও জানান, জিতুর জীবনে কেউ আছে কিনা সেটিও তিনি জানেন না।
তাদের শুধুমাত্র আইনি বিষয়েই কথা হয় বলে জানিয়েছেন নবনীতা। নবনীতা জানান, জিতুর কাছে তার বিয়ের গয়না রয়েছে। এছাড়া এখনও কিছু আইনি বিষয় বাকি রয়েছে। যদিও বিবাহবিচ্ছেদের পর জিতুর কাছ থেকে কোনোরকম খোরপোশ দাবি করেননি নবনীতা। তবে বিয়ের গয়না সম্বন্ধে নবনীতা জানিয়েছেন, জিতু জানিয়েছিলেন ডিভোর্সের পর সমস্ত গয়না ফেরত দেবেন বলেও তা দেননি৷