Viral Video: সম্প্রতি এবার একটি নিরীহ শেয়ালের সাথে লড়াইয়ে জড়িয়ে পড়লো সাপখেকো সেক্রেটারি বার্ড বা কেরানি পাখি। যে লড়াইয়ের দৃশ্য ফুটে উঠেছে একটি ইউটিউব চ্যানেলে। ভিডিওটি দেখলে শিহরিত হয়ে যাবেন যে কেউ।
কেরানি পাখির হিংস্রতা নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। মূলত এই পাখিটি সাপ খেয়ে জীবনযাপন করে। এই পাখিটিকে পাওয়া যায় আফ্রিকা মহাদেশের বিভিন্ন জঙ্গলে। আকারে এটি অনেকটাই বড়ো। ফলস্বরূপ অন্যান্য প্রাণীদের সাথে সহজেই সে লড়াই করতে সক্ষম হয়।
সেরকমই তাকে নিরীহ শেয়ালের সাথে লড়াই করতে দেখা গিয়েছে। ভিডিওর শুরুতে দেখা যায় একটি জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটাচলা করছিলো একটি শেয়াল। হঠাৎ করে আকাশ থেকে উড়ে এসে তাকে আক্রমণ করে বসে পাখিটি। শেষ পর্যন্ত কী হয় তা জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখতে হবে।
উল্লেখযোগ্য, আমরা সকলেই জানি যে পৃথিবীতে বেঁচে থাকতে হলে ক্রমাগত লড়াই করতে হয় সকলকে। মানুষ হোক বা জঙ্গলের পশুপাখি প্রত্যেককেই তার অস্তিত্ব রক্ষার জন্য ক্রমাগত লড়াই চালিয়ে যেতে হয়। যদিও মনুষ্য সমাজে খুব একটা হিংস্রতা দেখা যায় না।
তবে তার ঠিক বিপরীত চিত্র দেখা যায় জঙ্গলে। যেখানে শক্তিশালী প্রাণীরা তাদের ক্ষমতার মাধ্যমে অন্যান্য প্রাণীদের শিকার করে। মাঝেমধ্যেই সেই লড়াইয়ের দৃশ্য ফুটে ওঠে বিভিন্ন ভিডিওতে। যেগুলি আমরা ইউটিউবে দেখতে পাই।
https://youtu.be/VMV3ardkM_o?si=77xjFif2Z-AMF1_e