সবসময় হালকা থেকে ভারি বৃষ্টি হয়ে চলেছে। আর তার মধ্যেই কাজকর্মে যেতে হচ্ছে সকলকে। অফিসে যাওয়ার জন্য জামা, জুতো, ব্যাগ নিয়ে বেরোতে হচ্ছে। চামড়ার জুতো, ব্যাগ নিয়ে অনেকেই বেরোন। আর তা বাইরে পরে বেরলেই ভিজে যাচ্ছে। কয়েকদিন পর দেখা যাচ্ছে ছাতা ধরে গিয়েছে। এমনিতেই চামড়ার যেকোনো জিনিসের অনেক দাম। আর তা যদি আবহাওয়ায় নষ্ট হয়ে যায় তখন তার কষ্ট অনেকটাই। এদিকে চামড়ার জুতোতে গন্ধ হলে তা পরে কারোর সামনে যাওয়া যায় না৷ বর্ষাকালে তাই চামড়ার জিনিসের বিশেষ যত্ন নিলে তা আর নষ্ট হয় না।
১) জুতো রাখার জিনিসটি যদি কাঠের তৈরি হয় তাহলে ছাতা পড়ার সম্ভাবনা আরও বেড়ে যায়। তাই জুতো বা ব্যাগ বর্ষাকালে রাখলে সুতির কাপড় মুড়িয়ে রাখুন। বাড়িতে যদি সুতির কাপড় বা ধুতি থাকে তবে তা দিয়ে ভালো করে মুড়িয়ে রাখুন চামড়ার ব্যাগ বা জুতো।
২) যদি চামড়ার ব্যাগ বা জুতো বর্ষায় ভিজে যায় তবে তা তাপ দিয়ে শুকোতে চেষ্টা করবেন না৷ কারণ তাপ দিয়ে চামড়ার কোনো জিনিস শুকালে পরবর্তীকালে ফেটে যাবে। তাই ভিজে গেলে সারারাত ফ্যানের তলায় রাখুন। এর ফলে ধীরে ধীরে তা শুকিয়ে যাবে। ব্যাগ ও জুতোর বাড়তি জল শুষে নেবে ফ্যানের হাওয়া।
৩) যখনই চামড়ার কিছু ব্যবহার করবেন সেটি সুতির কাপড়ে মুছে তারপর রাখবেন। কাপড় দিয়ে মোছার পর ট্যালকম পাউডার দিয়ে দিতে পারেন। এরফলে বাজে গন্ধ হবে না।
৪) অনেকসময় চামড়ার জুতো পরলে ঘামের জন্য জুতোটি ভিজে যায়। এর ফলে বাজে গন্ধ হয়। তাই নিয়মিত জুতোটি শুকনো সুতির কাপড় দিয়ে মুছে রাখুন৷ এতে আগামী দিনে ছাতা পড়ার সম্ভাবনা থাকে না।
৫) বাড়ি ফিরেই ব্যাগ বা জুতো ক্যাবিনেটে তুলে রাখবেন না৷ প্রথমে দেখুন কোনো ময়লা আছে কিনা৷ যদি থাকে তবে সেটি টুথব্রাশ বা সামান্য সাবান গোলা জল দিয়ে পরিষ্কার করুন। এরপর খোলা হাওয়ায় কিছুক্ষণ রাখুন। অবশেষে শুকিয়ে গেলে ক্যাবিনেটে তুলে রাখুন।
৬) নিয়মিত পালিশ করলে চামড়ার জিনিস বেশিদিন ভালো থাকে। তাই যেদিন ময়লা হবে সেদিনই পরিষ্কার করে নেবেন৷ ব্রাশ দিয়ে ঝেড়ে নিলেও ময়লা পরিষ্কার হয়ে যায়। একই ব্যাগ জুতো প্রতিদিন ব্যবহার করলে তা ক্যাবিনেটে না রেখে খোলা জায়্গায় রাখুন৷
আরও পড়ুন,
*বর্ষার দিনে সাপের উপদ্রব বাড়ে, পোকামাকড়ের হাত থেকে রক্ষা পেতে যা করবেন