TATA: হাজার হাজার কর্মচারী নিয়োগ, ভোল বদলাচ্ছে টাটাদের এই সংস্থার

লবণ থেকে শুরু করে বিমান পরিষেবা, স্টিল থেকে শুরু করে গয়না সমস্ত ব্যবসায়ই রয়েছে ‘টাটা গ্রুপ’এর আওতায়। যদি আমরা দেশের বৃহৎ বৃহৎ নিয়োগ সংস্থার কথা বলি তাহলে প্রথমেই নাম আসে এই সংস্থার নাম। জানা গিয়েছে, বর্তমানে ‘টাটা গ্রুপ’এ কাজ করেন ১০ লক্ষেরও বেশি মানুষ। আর সাম্প্রতিক সময়ে তারা তাদের বিমান পরিষেবাকে আরো উন্নত করতে ব্যস্ত।

আসলে তারা তাদের বিমান পরিষেবাকে দেশের সবথেকে বড়ো সংস্থায় পরিণত করতে চায়। তাইতো এই সংস্থায় নিয়োগের সংখ্যা বেড়েছে প্রচুর পরিমাণে। পরিসংখ্যান বলছে গত আর্থিক বছরে তারা ৩,৮০০ এরও বেশি পাইলট নিয়োগ করেছে ‘এয়ার ইন্ডিয়া’তে। শুধু তাই নয় পাইলট-সহ তারা ৫,৭০০ এর বেশি কর্মচারী নিয়োগ করেছে।

কর্মীর পাশাপাশি তাদের যাত্রাপথের সংখ্যাও বেড়েছে। ১৬ টি নতুন রুট চালু করেছে তারা। যার মধ্যে ১১ টি আন্তর্জাতিক। তারা বর্তমানে ৪টি ‘A-320neo’, ১৪টি ‘A-321neo’, ৮টি ‘B-777’ এবং ৩টি ‘A-350’ পরিষেবা দিচ্ছে। অন্যদিকে সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার তথা ম্যানেজিং ডিরেক্টর ক্যাম্পবেল উইলসন গত শুক্রবার তার কর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেন।

এমনকি সংস্থার নতুন কী পরিকল্পনা করছেন সে বিষয়েও কথা বলেন। যদি আমরা ২০২৩-২৪ অর্থ বছরের পরিসংখ্যান দেখি তাহলে ১,৯৫০ এর বেশি নন-ফ্লাইং স্টাফ নিয়োগ করেছে এই সংস্থা। ফলে তাদের পরিষেবা দেওয়ার ক্ষমতা অনেকটাই বেড়েছে। একইসাথে ১লা এপ্রিল থেকে চালু করা হয়েছে নতুন অ্যাকাউন্টিং সিস্টেম।

তবে শুধুমাত্র কর্মী নিয়োগই নয়, নতুন অর্থবর্ষে তারা কর্মীদের বেতন বৃদ্ধি করার বিষয়েও পরিকল্পনা নিয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে গণনা, অডিটিং ইত্যাদি। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলে বেতন বাড়ানো হবে কর্মীদের।

আরও পড়ুন,
*উরফির পোশাকে বনবন করে ঘুরছে পাখা, ভাইরাল ভিডিও
*কাঞ্চন এবং শ্রাবন্তীকেও ছাপিয়ে যাবে, বিদ্রুপের মুখে চাঁচাছোলা জবাব দিলেন শোভন!

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক