শ্রীময়ীর জন্মদিন, ২৭ বছরের ছোট স্ত্রীকে কি লিখলেন কাঞ্চন

20240630 163202

বিয়ের পর তার স্ত্রীর প্রথম জন্মদিন, সেই উপলক্ষ্যে তাকে আদুরে বার্তায় ভরিয়ে তুললেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। এদিন সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে ২৭ বছরের ছোট শ্রীময়ী চট্টরাজকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

লিখেছেন, ‘শুভ জন্মদিন। ঈশ্বর তোর সব মনের ইচ্ছা পূরণ করুক। আমার জন্য তোর ত্যাগ আজীবন মনে রাখবো। আমার জীবন গুছিয়ে আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখার জন্য আমি তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ। হ্যাঁ, আমি বলতে পারি, আমি তোর জন্য নতুন করে বাঁচতে শিখেছি এবং নতুনভাবে জীবনে পথ চলা শুরু করেছি। এইভাবেই সবসময় আমার পাশে থাকিস। আমি তোকে খুব খুব ভালোবাসি।’

তার এই পোস্ট দেখার পর কেউ কেউ যেমন প্রশংসা করেছেন আবার কেউ কেউ কটাক্ষ করতেও ছাড়েননি। যদিও সেসব বিষয়কে কখনোই পাত্তা দেন না তারা দু’জনে। সমস্ত ট্রোলিংয়কে পাত্তা না দিয়ে নিজেদের মতোন সুন্দর করে জীবনযাপন করছেন এই জুটি।

উল্লেখযোগ্য, দীর্ঘদিন ধরে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সাথে ঝামেলা চলছিলো কাঞ্চনের। সেই সময় পিঙ্কি অভিযোগ করেছিলেন পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন কাঞ্চন। প্রথমদিকে অস্বীকার করলেও শেষ দিকে এমনটাই দেখা যায়।

এরপর জানুয়ারী মাসে বিচ্ছেদ এবং তার কয়েকদিন পরেই ১৪ই ফেব্রুয়ারি আইনি বিয়ে সারেন তারা। কাঞ্চন জানান তিনি যে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেখান থেকে বের করে এনেছেন শ্রীময়ী। তাইতো আর দেরী করেননি এক সম্পর্ক শেষ করেই নতুন সম্পর্ক শুরু করেছেন তারা।

আরও পড়ুন,
*নরম তুলতুলে, মুচমুচে! বর্ষার রাতে কাঞ্চনকে কি খাওয়ালেন শ্রীময়ীর মা